সৌজন্য সাক্ষাৎ করে এক নজির গড়লেন বিজেপির এই নেতারা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ২১:১৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৯ এপ্রিলঃ রোজই তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষ লেগেই আছে। খোদ বিজেপির রাজ্য সভাপতি একের পর এক বিবৃতি দিয়ে শাসক দলকে খোচা দিয়ে চলেছেন। সেই প্রেক্ষাপটে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত কুমার দাশ সহ আর ও কয়েকজন বিজেপি নেতা অসুস্থ তৃণমূল নেতাকে নার্সিংহোমে দেখতে গিয়ে ফুলের তোড়া দিয়ে তার শারীরিক সুস্থতা কামনা করলেন তা সত্যিই নজিরবিহীন। বর্তমান সময়ে যা ভাবাই যায় না।

তাদের এই সাক্ষাতের পিছনে কি উদ্দেশ্য তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে দলের কয়েকজন নেতা-কর্মী ফুলের তোড়া নিয়ে অসুস্থ নারায়নগড় ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দের কুশল কামনা করে এলেন তা সত্যি দেখার মতো। অনেকে এর মধ্যে রাজনীতির কৌশল দেখছেন। কিন্তু, রাজনৈতিক মহল বিষয়টিকে ভালো চোখেই দেখছেন। তারা বলছেন, এমনটাই হওয়া উচিত। রাজনীতির জায়গায় রাজনীতি হোক, কিন্তু কোনও নেতা অসুস্থ হয়ে গেলে থেকে দেখতে যাওয়া উচিত অন্য দলের নেতাদের। এই সুস্থ পরিবেশ থাকলে তবেই তো রাজনীতিতেও স্বচ্ছতা ফিরে আসবে।

রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ মেদিনীপুর স্পন্দন নার্সিংহোমে পৌঁছন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি শমিত কুমার দাশ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সদস্য ও জেলা পর্যবেক্ষক বিজয় বন্দ্যোপাধ্যায়, জেলার সাধারণ সম্পাদক সৌমেন তেওয়ারি সহ আরও বেশ কয়েকজন। অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন মিহিরবাবু। তাঁকেই দেখতে যান বিজেপির নেতারা। তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপি নেতারা।

Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ২১:১৯

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 7