মহিলাদের ফুটবল ম্যাচ দিয়েই নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ২২:১৮

এসপিটি নিউজ, শালবনী, ২৯ এপ্রিলঃ এও এক ধরনের নির্বাচনী প্রচার। শুধু মিটিং-মিছিল নয় তার বাইরেও এমন অনেক কিছু আছে, যা নির্বাচনী প্রচারের কাজে লাগে। যেমনটা শালবনীর বাঁকিবাঁধ গ্রামে। সেখানে মহিলাদের ফুটবল ম্যাচ দিয়েই নিজের নির্বাচনী প্রচার সারলেন পঞ্চায়েতের বেনাচাপড়া অংশে পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপ সিংহ।

আসলে সংখ্যালঘু এলাকায় বহু মেয়ে ফুটবল খেলে সরকারি চাকরি পেয়ে জীবনে স্বনির্ভর হয়েছে। আর নির্বাচনে সেটাকেই কাজে লাগাতে চেয়েছেন তৃণমূল প্রার্থী সন্দীপ সিংহ।

এই এলাকায় মহিলাদের ফুটবল জেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার অন্যতম কাণ্ডারি জেলা ক্রীড়ার গুরুত্বপূর্ণ পদে থাকা সন্দীপ।রবিবারের খেলায় মহিলাদের উৎসাহ দিতে প্রায় হাজারেরও বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। যেখানে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। খেলার মধ্য দিয়েই সারা হয় নির্বাচনী প্রচার। যেখানে গ্রামবাসীদের কাছে প্রার্থী সন্দীপ সিংহকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন রাখা হয়।

মহিলাদের স্বনির্ভর করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবনা ও প্রকল্পগুলির কথা তুলে ধরার পাশাপাশি  ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন প্রার্থী।

Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ২২:১৮

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 + = 49