সুখবর: এয়ার আরবিয়া এবার কলকাতাতে, প্রথম উড়ানটি উড়ে গেল আবু ধাবি

Main বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৬, ২০২৩ @ ০০:৪৩

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ মার্চ:এয়ার আরবিয়া চলে এল কলকাতায়। ফলে কলকাতাবাসীর জন্য এ এক সুখবর।বুধবার কলকাতা থেকে তারা দুবাই-এর উদ্দেশে তাদের প্রথম উড়ানটির সূচনা করল। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন টাফি, টাই এবং স্কালের পূর্বাঞ্চলের প্রধানরা।

এয়ার আরবিয়া তাদের পরিষেবায় এয়ারবাস ৩২০ ব্যবহার করছে। এই এয়ারবাসে মোট আসন সংখ্যা ১৭৪। এদিন ১৭৪টি আসনই পূর্ণ হয়ে যায়। প্রথম দিনে এমন অভূতপূর্ব সাড়া রীতিমতো উচ্ছ্বসিত এয়ার আরবিয়ার প্রতিনিধিরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার আরবিয়ার আধিকারিক, নেতাজী আন্তর্জাতিক সুভাষ চন্দ্র বসু বিমাবন্দরের ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান (পূর্বাঞ্চল) অনিল পাঞ্জাবি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া পূর্বাঞ্চলের চেয়ারম্যান মানব সোনি এবং স্কালের প্রেসিডেন্ট আমিন আজগর।

এয়ার আরবিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহে মোট তিনদিন কলকাতা থেকে তাদের বিমান চলাচল করবে । এই প্রথম কলকাতা থেকে তারা উড়ান পরিষেবা চালু করল। সোম, বুধ ও শনিবার কলকাতা থেকে আবু ধাবি উড়ে যাবে এয়ার আরবিয়ার উড়ান।

বুধবার অর্থাৎ ১৫ মার্চ, ২০২৩-এ এয়ার আরবিয়ার প্রথম বিমানটি আবু ধাবি-র উদ্দেশে রাত ৯টা ১০ মিনিটে উড়ে যায়। বিমানটি রাত ১টা ১১ মিনিটে আবু ধাবি পৌঁছনোর কথা। একইভাবে আবু ধাবি থেকে দুপুর ২টো নাগাদ বিমানটি কলকাতার উদ্দেশে রওনা হবে। পৌঁছবে রাত ৮টা ২০ মিনিটে।

টাফি’র চেয়ারম্যান(পূর্বাঞ্চল) অনিল পাঞ্জাবি এসপিটি-কে বলেন- এয়ার আরবিয়ার মতো এত বড় বিমান সংস্থা কলকাতা থেকে তাদের পরিষেবার সূচনা করল। আমি এদিন সেই ঐটিহাসিক মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। এই বিমানটি চালু হয়ে যাওয়ার ফলে কলকাতাবাসীর পক্ষে খুবই সুবিধা হবে।

Published on: মার্চ ১৬, ২০২৩ @ ০০:৪৩


শেয়ার করুন