দেব-কে পশ্চিমবঙ্গ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলেন মমতা, পর্যটন নিয়ে আরও পরিকল্পনা

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০২৩ @ ২৩:৪৯

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ মার্চ:  পর্যটনে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নের সভাগৃহে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটনের উন্নয়ন নিয়ে আশা প্রকাশ করেন। সেই সঙ্গে পর্যটনে নয়া ব্র্যান্ড অ্যামাবাসেডর হিসাবে অভিনেতা দীপক অধিকারী (দেব)-এর নাম ঘোষণা করেন।

মমতা বলেন- “ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোরসে-র (ITB- Berlin) তরফে বিশাল এক পর্যটন মেলার আয়োজন করা হয়েছিল। ৯ মার্চ ২০২৩-এ ওয়ার্ল্ড টুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট হয়েছে বার্লিনে। সেখানে আমার বাংলা, ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার’ বিভাগে প্রথম স্থান অধিকার করে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর, বাংলার পর্যটন এমন একটি পুরস্কারে ভূষিত হওয়ার পর আমি হৃদয় থেকে খুশি। আমি আবেগমথিত। বাংলা এখন বিশ্বের দরবারে সমাদৃত।”

এদিনের সভায় একের পর এক বক্তা রাজ্যের পর্যটনের নানা দিক তুলে ধরেন। শিল্পপতি হর্ষ নেওটিয়া বলেন- রাজ্যে অনেক হেরিটেজ প্রপার্টি আছে। সেগুলিকে নিয়ে পর্যটনের বিষয়ে যদি ভাবা যায় তাহলে কেমন হয়। তিনি আরও বলেন- রাজস্থান হেরিটেজ ট্যুরিজমে বেশ সাফল্য অর্জন করেছে।

প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন- চলচ্চিত্রের সঙ্গে পর্যটনের এক যোগসূত্র আছে। এটিকে সামনে রেখে পর্যটনের প্রসার হতে পারে। বিশেষ করে আমাদের বাংলায় সাগর, জঙ্গল, নদ-নদী, পাহাড়, চা-বাগান সব কিছু আছে। এর প্র তিনি ছবির শ্যুটিং-এর জন্য রাজ্যের কাছ থেকে অনুদান দেওয়ার প্রস্তাব রাখেন।গৌটম ঘোষ বলেন, মধ্যপ্রদেশে সম্প্রতি শ্যুটিং করতে গেছিলাম। সেখানে সরকারি হোটেলের খরচ ৫০ শতাংশ কমিয়ে দিইয়েছিল সেখানকার সরকার।এই সময়, মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলে ওঠেন- মধ্যপ্রদেশের বিজেপির সরকার। ওরা যা পায় আমরা তা পাই না। ওদের কন্যাশ্রী, যুবশ্রী –র মতো সামাজিক প্রকল্প নেই। আমরা আর্থিকভাবে কোনও সাহায্য করতে পারব না। তবে আমরা অন্যভাবে সাহায্য করতে পারব। নিরাপত্তা, প্রশাসনিক স্তরে সাহায্য করতে পারব।

Published on: মার্চ ১৫, ২০২৩ @ ২৩:৪৯


শেয়ার করুন