Published on: জানু ৬, ২০২২ @ ২০:০৪
এসপিটি নিউজ, কলকাতা, ৬ জানুয়ারি: আগামী রবিবার ৯ জানুয়ারি রাজ্যে সহকারী অধ্যাপক পদের পরীক্ষা।সেই উপলক্ষ্যে রেল ওইদিন সাপ্তাহিক পরিষেবার সমস্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
আগামী ৯ জানুয়ারি, ২০২২ তারিখে কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক পদের পরীক্ষা। বহু ছেলে-মেয়ে ওইদিন চাকরির পরীক্ষায় বসছে। রবিবার বলে ওইদিন বহু ট্রেন বাতিল থাকে। কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ওইদিন শিয়ালদা বিভাগে ওই সমস্ত সাপ্তাহিক ট্রেন সহ ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই পরিষেবা দেবে রেল। যাতে করে কোনও পরীক্ষার্থীকে ওইদিন অসুবিধার মধ্যে না পড়তে হয়।
Published on: জানু ৬, ২০২২ @ ২০:০৪