
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ২৩:৫১
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারিঃ এভাবে প্রকাশ্যে গুলি চালানোর কারণ খুঁজতে শুরু করেছে মেদিনীপুরের পুলিশ। সেই সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে দুই বাইক আরোহীর খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। সরস্বতীর পুজোর বিকেলে রাস্তায় বাইক নিয়ে এভাবে পরপর গুলি চালাতে চালাতে যে দুটি ছেলে পালিয়ে গেল এদের পরিচয় জানতে সকলেই উদগ্রীব। রবিবার বিকেলে মেদিনীপুর শহরের বজরং ক্লাব থেকে সিপাহী বাজার যাওয়ার রাস্তায় খাপ্রেল বাজার এলাকায় গোয়ালপাড়ার কাছে এই ঘটনাকে ঘিরে আতংক ছড়িয়েছে।
ঘটনার পর পুলিশ ছেলে দুটির খোঁজে তল্লাশি শুরু করেছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে একটি বাইকে দু’জন যুবক। একজন বাইক চালাচ্ছে। অপরজন পিছনে বসে আছে। তার হাতে রিভলবার। সেই গুলি চালিয়েছে। এই ফুটেজ দেখে কোতয়ালি থানার তদন্তকারী অফিসাররা ছেলে দুটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই ছেলে দুটি ধরা পড়ে যাবে।
এই খবর পাওয়া মাত্রই কোতয়ালী থানার আইসি দীপংকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি শুরু করে। তবে এলাকার বাসিন্দাদের বক্তব্য আচমকা এরা কোথা থেকে এল। আর কেনই বা তারা গুলি চালাল। তবে একই সঙ্গে আরও প্রশ্ন উঠছে- তারা কি তবে কাউকে চমকে দেওয়া কিংবা ভয় দেখানোর জন্য এমনটা করে গেল? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।
ছবিটি মেদিনীপুর পুলিশের সৌজন্যে
Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ২৩:৫১