ছত্তিশগড়ে মাওবাদীদের ক্যাম্প ভেঙে দিয়ে এমন সাফল্য পেল সিআরপিএফ-কোবরা জওয়ানরা

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ২১:৫১

এসপিটি নিউজ, সুকমা, ১০ ফেব্রুয়ারিঃ সুযোগের অপেক্ষায় ছিল সশস্ত্র বাহিনী। আজ এসে যায় সেই সুযোগ। ছত্তিশগড়ের চিন্তলনারের দুল্যেড় এলাকায় মাওবাদীদের এক সশ্ত্র ক্যাম্প পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এই অভিযান চালায় সিআরপিএফ ১৫০ এবং কোবরা ২০৬ নম্বর ব্যাটেলিয়ন-এর জওয়ানরা। জানা গেছে, এই অভিযান কোওবরা ও সিআরপিএফ যৌথভাবে চালিয়েছে।

সূত্র জানিয়েছে, দুল্যেড়ের কাছে পাহাড়ে ঘেরা ওলাকাতেই মাওবাদীরা এই সশস্ত্র ক্যাম্পটি করেছিল। যেখানে মজুত ছিল বহু আগ্নেয়াস্ত্র। যৌথ অভিযানে জওয়ানরা ক্যাম্পটি দ্বংস করে দেয়। উদ্ধার করে মজুত সমস্ত অস্ত্র ও তাদের সরঞ্জাম। এসব অস্ত্রের সাহায্যেই এতদিন এইসব এলাকায় মাওবাদীরা নাশকতা মূলক কার্যকলাপ চালিয়ে এসেছে।

তবে এদিনের অভিযানে একজন মাওবাদী গ্রেফতারের কোনও খবর মেলেনি। তবে এদিনের এত বড় সাফল্য নিঃসন্দেহে জওয়ানদের মনোবল বাড়াবে। সেই সঙ্গে মাওবাদীদের কাছে এটা এক বড় ধাক্কা। তবে এবার তারা যাতে পাল্টা প্রত্যাঘাত না করতে পারে সেদিকেও বিশেষ ব্যবস্থা নিয়েছে আধাসামরিকবাহিনীর জওয়ানরা।

Published on: ফেব্রু ১০, ২০১৯ @ ২১:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 75