শ্রীলঙ্কা-১৩৫/৭( গুণরত্নে-৩৬, উনাদকট ২-১৫, সিরাজ ২-২৫)
ভারত-১৩৯/৫ (পান্ডে-৩২)
ম্যান অব দ্য ম্যাচ- জয়দেব উনাদকট
ভারত জয়ী ৫ উইকেটে
Published on: ডিসে ২৪, ২০১৭ @ ২৩:৩৩
এসপিটি নিউজ ডেস্কঃ একটা সহজ ম্যাচ ক্রমেই কঠিন হয়ে পড়েছিল। কিন্তু ক্রিজে যখন ধোনি তখন আর চিন্তা কিসের। এমনিতেই ওয়ানখেড় স্টেডিয়ামের একটা অপবাদ আছে-এখানে রান পাওয়া খ্যব মুশকিল। এদিনও তার অন্যথা হয়নি।মাত্র ১৩৬ রান তুলতেই কালঘাম ঝরাতে হল ভারতকে।তবে কথায় আছে না শেষ ভাল যার সব ভাল-দিনের শেষে তাই শেষ হাসিটা ভারতের পক্ষেই গেল।
শ্রীলঙ্কাকে টি-২০তে ৩-০ হোয়াইটোয়াশ করে বড়দিনের আগের রাতেই উতসবের মেজাজে মেতে উঠল টিম ইন্ডিয়া। একি সঙ্গে ২০১৭ সালটা ভারত জয় দিয়েই শেষ করল। প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিলেন এই জয় দক্ষিণ আফ্রিকা সফরে ছেলেদের উজ্জীবিত করবে।
তবে তিনি এও জানিয়ে দিলেন, প্রোটেরিয়ানদের সঙ্গে ঐ সিরিজ হবে একটা চ্যালেঞ্জের।যা জীবনেরই অঙ্গ। এদিনের জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ভারতের উদিয়মান বোলার জয়দেব উনাদকট। এদিনের ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি। একই সঙ্গে ম্যান অব দ্য সিরিজও হলেন উনাদকট।
picture: BCCI
Published on: ডিসে ২৪, ২০১৭ @ ২৩:৩৩