আটক সাংবাদিকের মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলকাতা প্রেস ক্লাব

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৭, ২০২৩ at ২৩:৩৯

এসপিটি নিউজ, কলকাতা, ৭ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে কর্তব্যরত সাংবাদিক দেবমাল্য বাগচির গ্রেফতারের বিষয় সরব হল কলকাতা প্রেস ক্লাব। আটক সাংবাদিকের মুক্তির দাবিতে আজ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি

কলকাতা প্রেস ক্লাব থেকে এক বিবৃতিতে এই বিষয় উত্থাপন করা হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে কর্তব্যরত সাংবাদিক দেবমাল্য বাগচির গ্রেফতারের বিষয় প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিস ও প্রশাসনের ইতিবাচক হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রীর কক্ষে কর্তব্যরত বহু সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঐ সাংবাদিকের মুক্তি দাবি করেন।

তারা জানিয়েছেন, সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের কাছে স্থানীয় জনজাতির পক্ষ থেকে করা হয়েছে তা আদালতের বিচারাধীন। পাশাপাশি এও দেখতে হবে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার যেন সুরক্ষিত থাকে। মুখ্যমন্ত্রী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে তৎক্ষণাৎ কথা বলেন, প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন বিষয়টি সংবেদনশীল দৃষ্টিভঙ্গী নিয়ে দেখবে।

Published on: সেপ্টে ৭, ২০২৩ at ২৩:৩৯


শেয়ার করুন