Spicejet আজ অযোধ্যার সঙ্গে দেশের আট শহরের সংযোগ চালু করল

Main দেশ ধর্ম বিমান ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১, ২০২৪ at ২০:১৯

এসপিটি নিউজ, নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : আজ স্পাইসজেট অযোধ্যা থেকে সরাসরি দেশের আট শহরের মধ্যে বিমান পরিষেবা চালু করেছে। কেন্দ্রীয় বেসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই পরিষেবার উদ্বোধন করেছেন। ইতিপূর্বে এয়ার ইন্ডিয়া দেশের পাঁচটি গুরুত্ব্পূর্ণ শহরের সঙ্গে বিমান সংযোগ স্থাপন করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পাইসজেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন যে ১০ বছর আগেও অযোধ্যার মানুষ ভাবতেই পারত না যে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠবে এবং এখান থেকেই সারা দেশের বিমান পরিষেবা চালু হয়ে যাবে, আজ সেই স্বপ্নই পূরণ হয়েছে।

বৃহস্পতিবার স্পাইসজেটের নয়া বিমান পরিষেবার উদ্বোধনের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে বলেন- একটা সময় ছিল যখন কেউ ভাবতেই পারত না যে অযোধ্যায় আন্ত্ররজাতিক বিমানবন্দর গড়ে উঠবে। অযোধ্যার সাংসদ লাল্লু সিং-কে তো অযোধ্যা থেকে লখনউ এসে বিমান ধরে দিল্লি যেতে হত। কিংবা ট্রেনে চেপে যেতে হতো। আজ আর তাকে লখনউ আসতে হবে না বিমান ধরতে। এখন অযোধ্যা থেকেই তিনি বিমানে চাপতে পারবেন। দেশের যেকোনও প্রান্তে পৌঁছবেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো বলেই দিয়েছেন আগামিদিনে তো লখনউ-এর চেয়েও বেশি বিমান অযোধ্যা থেকে ছাড়বে। এরপরই হাসির ছলে যোগী আদিত্যনাথকে সাংসদ লাল্লু সিং-এর উদ্দেশে বলতে শোনা যায়- আমাদের আপনি অযোধ্যায় নিয়ে প্রভু শ্রীরামলালার দর্শন করাবেন।

https://twitter.com/flyspicejet/status/1753033493536210995

অযোধ্যা থেকে দেশের আটটি শহরে স্পাইসজেটের নয়া বিমান পরিষেবা চালু করার জন্য প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ধন্যবাদ জানান স্পাইসজেটের সিএমডি অজয় সিং’কে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন- “উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে আটটি উড়ান চালু হচ্ছে। দিল্লি-অযোধ্যা, চেন্নাই-অযোধ্যা, আমেদাবাদ-অযোধ্যা, জয়পুর-অযোধ্যা, অযোধ্যা-পাটনা, দ্বারভাঙা-অযোধ্যা, অযোধ্যা-মুম্বই এবং অযোধ্যা-বেঙ্গালুরুর মধ্যে বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে। স্পাইসজেট এর সূচনা করতে চলেছে। এর আগে দিল্লি, আমেদাবাদ, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু থেকে বিমান পরিষেবা সফলভাবেই চালু হয়ে গিয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী অযোধ্যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর উদ্বোধন করেন। এখন মাত্র এক মাস অতিবাহিত হয়েছে। এই একমাসের মধ্যেই অযোধ্যার সংযোগ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে হওয়া  আগামিদিনে পর্যটনের ক্ষেত্রে এক দারুন সুযোগ তৈরি হয়ে হয়ে গেল।”

“অযোধ্যা দেশের আস্থার প্রতীক। জনভাবনা অযোধ্যার সঙ্গে যুক্ত হয়েছে। শ্রীরামলালার সঙ্গে জুড়েছে।অযোধ্যার সাংসদ থেকে শুরু করে সমস্ত অযোধ্যাবাসী চেয়েছিল অযোধ্যার উন্নতি হোক। আজ তাদের ইচ্ছা পূরণ হচ্ছে। অযোধ্যায় বাস্তবে উন্নতি হওয়ার কথা। কিন্তু কিছু কারণের জন্য অযোধ্যা উপেক্ষিত ছিল। আজ থেকে ১০ বছর আগে কেউ ভাবতেই পারতো না যে অযোধ্যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। কেউ ভাবতেই পারতো না যে অযোধ্যায় এত ভাল সংযোগ স্থাপন হবে। এটা আমরা জানি যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম পুষ্পক বিমানে চেপে শ্রীলঙ্কা থেকে অযোধ্যায় এসেছিলেন। সেটা শুনেই তারা সন্তুষ্ট থাকতেন।কিন্তু এটা কল্পনা ছিল যে অযোধ্যায় একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে।কিন্তু আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।” যোগ করেন আদিত্যনাথ।

এই কথার রেশ টেনে যোগী আদিত্যনাথ বলেন- “২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ভারতে রূপান্তরিত করার প্রধানমন্ত্রীর প্রয়াস কার্যকর হবে। এছাড়া উত্তরপ্রদেশের ক্ষেত্রেও এ এক দারুন প্রয়াস। আমরা লক্ষ্য করেছি গত ১০ দিনে অযোধ্যায় ২৫ লাখ মানুষ প্রভু শ্রীরামলালাকে দর্শন করেছে। এজন্য সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে যাতে অযোধ্যায় যাওয়া কারও কোনও অসুবিধা না হয়। আর সেদিকে খেয়াল রেখে আজ অযোধ্যায় ৫০ লাখ থেকে এক কোটি মানুষ যাতে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে তার সমর্থ রাখে আমাদের সরকার। আমরা সেখানে তেমনই ব্যবস্থা রেখেছি।”

Published on: ফেব্রু ১, ২০২৪ at ২০:১৯


শেয়ার করুন