শুভেন্দুর চ্যালেঞ্জ-সবং-এর একটি বুথেও জিতবে না বিজেপি, ওদের জামানত জব্দ হবে

রাজ্য
শেয়ার করুন

দেব বলেন- উন্নয়নের স্বার্থে দিদির প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন।

শুভেন্দু বলেন-গুজরাট, হিমাচল প্রদেশের নির্বাচনের জয় নিয়ে বিজেপি ভাবছে সবং-এ তারা জয়ী হয়ে গেছে।সবং-এর মানুষ বিজেপিকে প্রত্যাখান করবে।

শুভেন্দু বলেন-উপযুক্ত জবাব দেওয়ার জন্য সবং-এর মানুষ তৈরি রয়েছে।

 

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

এসপিটি নিউজ, সবং, ১৮ ডিসেম্বরঃ মেদিনীপুরের ঘরের ছেলে, কাছের ছেলে বলে পরিচিত শুভেন্দু অধিকারী। পূর্ব-পশ্চিম দুই মেদিনীপুরেই ততাঁ জনপ্রিয়তা নেই কেউ প্রশ্ন তুলতে পারবে না, এমনটাই শোনা যায় দুই মেদিনীপুরে। আর সেই পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবং বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। যেখানে তৃণমূল কংগ্রেস বলা ভাল দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন সাংসদ মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানী ভুঁইয়াকে। আর এই নির্বাচনের দায়িত্ব নেত্রীর নির্দেশে নিজের কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের পোড় খাওয়া নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি সবং-এর নেতা-কর্মী-সমর্থকদের জানিয়ে দিয়েছেন আহ্নারা সতর্ক থাকুন, বিজেপি যেন একটিও ভোট না পায়। একই সঙ্গে তিনি বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন, জেনে রাখুন আপনারা, ভোট কিভাবে করাতে সেটা আমার জানা আছে। আর আজ সোমবার ফের তিনি একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সবং বিধানসভা কেন্দ্রের ১টি বুথেও বিজেপি জিততে পারবে না, তাদের জামানত জব্দ হবে।

সোমবার সবং-এর দশগ্রাম সংলগ্ন নানকাকালী মন্দির প্রাঙ্গন সংলগ্ন মাঠে কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানী ভুঁইয়ার সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঘাটালের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, অভিনেত্রী ইন্দ্রানী হালদার, অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা, রমাপ্রসাদ গিরি, সাংসদ মানস ভুঁইয়া, প্রার্থী গীতারানী ভুঁইয়া প্রমুখ। প্রায় ২০ হাজারের বেশি মানুষ এদিনের সমাবেশে হাজির হয়েছিলেন।

রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গুজরাট দখলে রাখলেও বিজেপি-র আসন ও ভোট কমেছে। গুজরাট, হিমাচল প্রদেশের নির্বাচনের কোনও প্রভাব সবং-এর নির্বাচনে পড়বে না। তিনি বলেন, এই জনসভায় মানুষের জনজোয়ার প্রমাণ করে সবং-এ বিজেপি, সিপিএম ও কংগ্রেস হারছে। তিনি বলেন, সবং-এ গীতারানী ভুঁইয়া বিপুল ভোটে জয়ী হবেন। গুজরাট, হিমাচল প্রদেশের নির্বাচনের জয় নিয়ে বিজেপি ভাবছে সবং-এ তারা জয়ী হয়ে গেছে।সবং-এর মানুষ বিজেপিকে প্রত্যাখান করবে। বিজেপি প্রার্থীর জামানত জব্দ হবে। বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসে যেভাবে বিজেপি নেতারা সবং বিধানসভা এলাকায় দাপাচ্ছে, তা সবংবাসী ভালভাবে মেনে নেয়নি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুতসা, অপপ্রচার করে কংগ্রেস, সিপিএম ও বিজেপি তলে তলে হাত মিলিয়ে মানসবাবুকে বেইমান, বিস্বাসঘাতক থেকে শুরু করে নানারকম কটুক্তি করছেন, তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সবং-এর মানুষ তৈরি রয়েছে।রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন, আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সবং বিধানসভা কেন্দ্রের ৩০৬টি বুথের ১টি বুথেও বিজেপি জয়লাভ করতে পারবে না। ডাস্টবিনে ফেলে দেওয়া নেতাদের এনে তৃণমূলের বিরুদ্ধে লাগাতর কুতসা-অপপ্রচার করেও কোন লাভ হবে না। তিনি দলের সর্বস্তরের কর্মী-সমর্থকদের গীতা ভুঁইয়াকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান।

সমাবেশে দেব বলেন, সবং কেন্দ্রের উপ-নির্বাচনে দিদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে সাংসদ মানস ভুঁইয়ার সহধর্মিণী গীতারানী ভুঁইয়াকে। আপনারা উন্নয়নের স্বার্থে দিদির প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। মানসবাবু সবং-এর উন্নয়নে অনেক কাজ করেছেন। গীতা বৌদিকে জয়ী করুন, সবং-এর আরও উন্নয়ন হবে। মানসবাবু যেভাবে উন্নয়নের কাজ করেছেন তার সেই উন্নয়নের অগ্রগতিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য গীতা বৌদিকে ঘাসের উপর জোড়াফুলে ভোট দেওয়ার জন্য তিনি সকলকে ২ নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তিনি বলেন, সবং-এর উন্নয়নে মানসবাবু কি কি কাজ করেছেন তা এলাকার সকলেই জানেন। তিনি দিদির হাতকে শক্তিশালী করার জন্য বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে পরাস্ত করে গীতারানী ভুঁইয়াকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান। ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1