আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন আজ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৫, ২০২৪ at ০১:৩১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৫ জানুয়ারি: আজ কলকাতায় তিন্ দিনের বিজ্ঞান মেলা ওপ্রদর্শনীর উদ্বোধন হতে চলেছে। মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। এই মেলার উদ্বোধন করবেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধিকর্তা ড. ধৃতি ব্যানার্জি। প্রতিদিনই মেলায় আলোচন সভা অনুষ্ঠিত হবে।এর নাম দেওয়া হয়েছে আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যাম সুন্দর দানা এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি ড. সুমিত্রা চৌধুরী।

প্রথম দিন আলোচনা সভার বিষয় সাহিত্য, সিনেমা ও নাটকে পরিবেশ ভাবনা। এতে অংশ নেবেম নাট্য জগতের উজ্জ্বল ব্যাক্তিত্ব পার্থ বোস, চলচ্চিত্র অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং প্রসিদ্ধ কবি, লেখক ও সমালোচক শ্রীনিবাস অধিকারী এবং কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি সুদর্শন দাস।

দ্বিতীয় দিন অর্থাৎ ৬ জানুয়ারি থাকছে হাতে কলমে মাছ ও মাংস প্রক্রিয়াকরণ বিষয়ে কর্মশালা। আলোচনার বিষয়- ছাত্র ও ছাত্রীদের মননে বিজ্ঞান মন্সকতা গরে তোলার প্রয়োজনীয়তা। বক্তা হিসাবে থাকবেন ভারত সরকারের ন্যাশবনাল সায়েন্স চেয়ার অধ্যাপক পার্থ প্রতিম মজুমদার, অধ্যাপক সিদ্ধার্থ দত্ত। এরপর থকাছে আরও একটি আলোচনা বিজ্ঞানীদের মুখোমুখি। এরপর থাকছে থ্রি ডি তথ্যচিত্র (গোদাবরী) প্রদর্শন ও আলোচনা।

একেবারে শেষ দিন  অর্থাৎ ৭ জানুয়ারি আলোচনা সভার বিষয় স্থিতিশীল খাদ্যসুরক্ষা। এটিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের আলোচনায় থাকছে জলজ খাদ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব। লিড পেপার –এ  ন্যাশনাল ব্যুরো অব ফিশ জেনেটিক বিভাগের অধিকর্তা ড. উত্তম সরকার। দ্বিতীয় পর্যায়ের আলচনার বিষয়- পরিবর্তিত জলবায়ুতে স্থিশীল খাদ্যসুরক্ষা। এতে লিড পেপারে থাকছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু ঝা। বক্তা থাকছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ভূতপূর্ব ডিন অধ্যাপক শুভাশীষ বটব্যাল এবং পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মাইতি।

Published on: জানু ৫, ২০২৪ at ০১:৩১


শেয়ার করুন