জয় উন্নয়নের, জয় গুজরাটের-বললেন মোদী, আওয়াজ তুললেন-‘জিতেগা ভাই জিতেগা,বিকাশজি জিতেগা’

দেশ
শেয়ার করুন

এসপিটি নিউজ, নয়া দিল্লিঃ আজ নয়া দিল্লিতে বিজেপি-র সদর দফতরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট ও হিমাচল প্রদেশে জয়ের জন্য তিনি দুই রাজ্যের জণগনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি এই জয়ের জন্য ভোটের দায়িত্বে থাকা বিজেপি-র সমস্ত নেতা-কর্মী-সমর্থকদের কৃতিত্ব দেন। কুর্নিশ করেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও। তিনি বলেন, এই ভোটে প্রমাণ হয়েছে মানুষ উন্নয়নের পথেই হেঁটেছে। এই নির্বাচনে কংগ্রেস ময়দানে থেকে বিজেপি হারানোর চেষ্টা করেছে। আর ময়দানে না থেকেও অন্যান্যরা তাদের সঙ্গ দিয়েছে।কিন্তু মানুষ তাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। মানুষ বিকাশকেই বেছে নিয়েছে, বলেন মোদী। তাই তিনি এদিন আওয়াজ তোলেন, ” জিতেগা ভাই জিতেগা-বিকাশজি জিতেগা।”

মোদী এদিন বলেন, এই জয় উন্নয়নের জয়, এই জয় গুজরাটের জয়। আমি গুজ্রাট আ হিমাচল প্রদেশের মানুষকে শত শত প্রণাম জানাই। এখানকার মানুষ উন্নয়নের পথে হেঁটেছে। উওত্ত প্রদেশে যখন নির্বাচন হল তখন বিরোধীরা বলেছিল বিজেপি এবার জিএসটি-র ফলে শেষ হয়ে যাবে। কিন্তু তাদের সেই আশা মিথ্যে করে দিইয়েছিল উত্তরপ্রদেশের মানুষ। গুজরাটেও এই হাওয়া উঠেছিল, মহারাষ্ট্রের স্থানীয় ভোটেও এমনটা প্রচার করেছিল বিরোধীরা। কিন্তু সেখানেও বিজেপি জিতেছিল। এর থেকে প্রমাণ হয়ে গেছে দেশ সংস্কারের জন্য তৈরি।

তিনি বলতে থাকেন, আজকের দেশবাসী নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। জনতা আজ উন্নয়নের রাস্তাকেই বেছে নিয়েছে। হিমাচল প্রদেশের মানুষও ইতিবাচক ভোট দিয়েছে। তারা বিকাশের পক্ষে ভোট দিয়েছে।বিজেপি-র কাছে এটা অভূতপূর্ব ভোট। গুজরাট সেখানে এক উদাহরণ। গুজ্রাটে লাগাতর জয় উন্নয়নের পথকে প্রশস্ত করেছে। উন্নয়নের উপর ভিত্তি করেই এই জয় এসেছে বল জানান প্রধানমন্ত্রী নরেব্দ্র মোদী।

এদিন তিনি বলেন, এই দুই রাজ্যে জয় আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খুশি করেছে। দুই দিক থেকে কুশি হয়েছি।

১) সাড়ে তিন বছর আগে আমি যখন গুজরাট ছেড়ে বেরিয়ে এসেছিলাম তখন ভেবেছিলাম সেখানকার নেতা-কর্মীরা যেন দায়িত্ব সামলাতে পারে। আজ যখন ফলাফল প্রকাশিত হল তখন বুঝলাম, আমার চলে আসার পর যারা দায়িত্বভার নিয়েছিল তারা সঠিকভাবেই তাদের দায়িত্বভার পালন করেছে, তাই গুজরাটে বিজেপি নিজের জায়গা ধরে রাখতে পেরেছে। এজন্য আমি আমার গুজরাটের সহকর্মীদের অভিনন্দন জানাই। এই দিকটি আমাকে খুব খুশি করেছে।

২)কংগ্রেস এবারের ভোটে যেভাবে জাতপাত নিয়ে গুজরাটের মানুষকে উস্কেছে তা নিয়ে আমার প্রিয় গুজরাটবাসী তাদের বিশ্বাস করেনি। তাদের উপর আস্থা দেখায়নি। তারা উন্নয়ন-বিকাশেই আস্থা রেখেছে।যেভাবে তারা এবারের ভোটে উন্নয়নের পথে হেঁটেছেন তা অভূতপূর্ব বলে মনে করেন মোদী।

বিরোধীদের উদ্দেশ্যে মোদী বলেন, বিজেপিকে পছন্দ না করেন ক্ষতি নেই, কিন্তু উন্নয়নে বাধা হবেন না।তিনি বলেন, গুজরাটের মন্ত্র-সবকে সাথ, সবকা বিকাশ। গুজরাটের সাড়ে ছয় কোটি মানুষ এক হয়ে উন্ননয়নের পথে হাঁটছেন, এটাই ভাল দিক।    ছবি সৌজন্যে এনডিটিভি


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + = 19