হিমাচলে বিজেপি সহজে জিতলেও গুজরাটে কিন্তু কংগ্রেসের চ্যালেঞ্জের মুখে পড়তে হল

দেশ
শেয়ার করুন

গুজরাট-মোট আসন ১৮২                      হিমাচল প্রদেশ-মোট আসন ৬৮

ঘোষিত                                                    ঘোষিত

বিজেপি-        ৯৯                                  বিজেপি-        ৪৪

কংগ্রেস-        ৭৭                                       কংগ্রেস–        ২১

এন সি পি-   ০১                                       সিপিএম-      ০১

ভারতীয় ট্রাইবাল পার্টি-২                       নির্দল-         ০২

নির্দল-      ০৩

 

এসপিটি নিউজ ডেস্কঃ গুজরাটে ফের বিজেপি-ই সরকার গড়ল।একই সঙ্গে হিমাচলেও শাসকের আসনে বসল বিজেপি। ভারতীয় নির্বাচনী কমিশনের দেওয়া ফলাফলের তথ্য থেকে সেই আভাষই মিলেছে। ঘোষিত ফলাফলে  দেখা গেছে গুজরাটে মোট ১৮২টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ৯৯, কংগ্রেস ৭৭, এনসিপি ১, ভারতীয় ট্রাইবাল পার্টি ২ ও অন্যান্য ৩টি আসনে জয়ী হয়েছে। আর হিমাচল প্রদেশে মোট ৬৮টি আসনের মধ্যে বিজেপি ৪৪, সিপিএম ১, কংগ্রেস ২১ ও নির্দল ২টি জয়ী হয়েছে।

তবে দুই রাজ্যের ভোটে বিজেপি সরকার গড়ার অধিকার অর্জন করলেও কংগ্রেস তার ফলাফলে মোটেও হতাশ নয়, এমনটাই জানিয়েছেন কংগ্রেস সুপ্রীমো রাহুল গান্ধী। তিনি বলেছেন, সরকার গড়তে না পারলেও গুজরাটের মানুষ কংগ্রেসের উপর ভরসা দেখিয়েছেন। তিনি হিমাচল ও গুজরাটের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, ২০১৯ সালের আগে গুজরাটের সাধারণ মানুষ বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিল। এই সময় তাদের অত্যন্ত সুষম সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি গুজরাটের ভোটারদের অভিনন্দন জানাই। এই জয় সাময়িক ও মুখরক্ষার হলেও এটি বিজেপির কাছে নৈতিক পরাজয়। গুজরাটের সাধারণ মানুষ অত্যাচার, উদ্বেগ এবং অবিচারের বিরুদ্ধে ভোট দিয়েছে।

এদিন নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেনন করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, গুজরাট আ হিমাচল প্রদেশে বিজেপি সরকার গড়তে চলেছে। এজন্য ঐ দুই রাজ্যের মানুষকে জানাই অভিনন্দন।এই জয় মোদীর জনকল্যাণ নীতির জয়। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে চলেছে মোদীর দেশজুড়ে উন্নয়নের হাওয়া। কংগ্রেসকে আঘাত করে তিনি বলেন, ওরা পরিবারতন্ত্র, জাতপাত নিয়ে ভোট করতে চেয়েছে। মানুষ ওদের যোগ্য জবাব দিয়েছে। গুজরাটের মানুষ মোদীর উপরেই আস্থা রেখেছে। তিনি বলেন, ২০১২ সালের নির্বাচনে যেখানে বিজেপি ভোট পেয়েছিল ৪৭.৮৫% সেখানে এবার ভোট পেয়েছে ৪৯.১০%। অর্থাৎ ভোত বেড়েছে ১.২৫%। মানুষ জাতপাতের বিরুদ্ধেই ভোট দিয়েছে। বিকাশেই আস্থা দেখিয়েছে মানুষ।কংগ্রেস উন্নয়নের বদলে জাতপাতের লড়াই করেছিল মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই নিয়ে ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি গুজরাটে।

হিমাচল প্রদেশের সঙ্গে মোদীর একটা সম্পর্ক আছে।সেখাঙ্কার মানুষ তাই এবার মোদীর উপরেই আস্থা দেখালেন। ফলে হিমাচলও আজ উন্নয়নের রাস্তায় হাঁটতে শুরু করল। সেখানেও বিজেপি ভোট বাড়িয়েছে ১০%-জানালেন অমিত শাহ।

এত কিছুর পরও কিন্তু খোঁচা খেল বিজেপি গুজরাটে।কারণ, গুজরাটে গতবারের চেয়ে খুব সামান্য ভোট বেড়েছে বিজেপি-র। রাধানপুরের আসনটিতে বিজেপি-কে পরাজয় স্বীকার করতে হয়েছে।রাজনৈতিক মহল মনে করছে, গুজরাটের ভোটের এঈ ফলাফল যথেষ্ট তাতপর্যপূর্ণ।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 + = 90