শুক্রবার নামাজ চলার সময় নিজিল্যান্ডে দুটি মসজিদের ভিতর এক বন্দুকধারীর গুলিতে নিহত হলেন অসংখ্য উপাসনাকারী

Main বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০১৯ @ ১২:০৯

এসসপিটি নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে শুক্রবার সকালে নামাজ চলার সময় সেখানে অতর্কিতে ঢুকে পড়ে এক বন্দুকধারী। সেখানে তখন উপাসনাকারীরা প্রার্থনা করছিলেন।আর তখনই সেই বন্দুকধারী তাদের উপর স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে সমানে গুলি চালাতে শুরু করে। একে একে উপাসনাকারীরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। অনেকেই বাঁচার আশায় চিৎকার করতে থ্যাকেন।

সংবাদ সংস্থা রটার্স নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে যে এই গুলি চালনার ঘটনায় ৯ থেকে ২৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে মৃতের সংখ্যা তারা জানাতে পারছে না। পুলিশ জানিয়েছে, দু’টি মসজিদে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পরিষ্কার নয় যে ঠিক কতজন হামলাকারী সেখানে ছিল।

এই হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, হামলার ঘটনাটি অনলাইলনে লাইভ করে পোস্ট করে দেখানো হয়, যেখানে একটি মসজিদের ভিতর থাকা লোকজনদের এলোপাথাড়ি গুলি করতে দেখা যায়। সেই ভিডিওটিতে এও দেখা যায় যে মসজিদের মেঝেতে অসংখ্য উপাসনাকারী পড়ে আছেন, যাদের অনেকেই সম্ভবত মৃত বা আহত।

“এটি নিউজিল্যান্ডের সবচেয়ে অন্ধকারময় দিনগুলির মধ্যে একটি,” বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্দা আর্ডান। “এটা পরিষ্কার যে এটি এক জঘন্য এবং নজিরবিহীন হিংসার ঘটনা।”

সাক্ষিরা মিডিয়ার কাছে বলেছিল যে ওই বন্দুকধারীর পোশাক ছিল মিলিটারিদের মতো। ছদ্মবেশী হয়েই সে ঢুকে পড়ে মসজিদের ভিতর। হাতে ছিল তার একটি স্বয়ংক্রিয় রাইফেল। এরপর সে এলেওমেলো গুলি চালাতে শুরু করে আল নূর মসজিদের ভিতরে থাকা মানুষকে।

গুলি চলার সময় বাংলাদেশ ক্রিকেট দল সেখানে নামাজ পড়তে আসছিল। তবে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। তাঁদের কারও কিছু হয়নি।

Published on: মার্চ ১৫, ২০১৯ @ ১২:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − 38 =