১৩ফুট লম্বা এক বিশালাকার আহত কুমিরের খোঁজ পেলেন জর্জিয়ার বন্যপ্রাণী জীববিজ্ঞানী

প্রাণী ও মৎস্য বিজ্ঞান বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০১৯ @ ১০:০২

এসপিটি নিউজ ডেস্কঃ জর্জিয়াতে পাওয়া একটি বিশালাকার কুমিরকে ঘিরে জীববিজ্ঞানীরা চলাচ্ছেন তাদের গবেষণা। যা থেকে উঠে আসতে পারে কুমির নিয়ে অনেক অজানা তথ্য। আহত এই কুমিরটিকে সতেজ করে তোলার চেষ্টা চালাচ্ছেন তারা।৭০০ পাউন্ড ওজনের ১৩ ফুট লম্বা এই কুমিরটিকে নিয়ে জীববিজ্ঞানীরা কুমিরটিকে পর্যবেক্ষনে রাখেন।

কুমিরটিকে প্রথম দেখেন স্থানীয় এক কৃষক

১) বিশালাকার এই কুমিরটিকে প্রথম দেখেন সাউথওয়েস্ট জর্জিয়ার এক কৃষক, যিনি ব্ল্যাকশিয়ার লেকের তলদেশ থেকে এই প্রাণীটিকে খুঁজে পান গত সোমবার। এটি আবিষ্কারের পর তিনি জর্জিয়ার ডিপার্ট্মেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস (ডিএনআর)-কে খবর দেন। যেখান থেকে ঘটনাস্থলে গোটা বিষয়টি অনুসন্ধান করে দেখার জন্য পায়হানো হয় বন্যপ্রাণ জীববিজ্ঞানী ব্রেন্ট হাউজি-কে।

২)ব্রিটিশ সংবাদপত্র INDEPENDENT-কে হাউজি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে সত্যিই এক বিশালাকার কুমিরটিকে আহত অবস্থায় উদ্ধার হয়েছে। জীববিজ্ঞানী হাউজি জানিয়েছেন- “কুমিরটি লম্বায় ১৩ফুট ৪ ইঞ্চি এবং বুক ৫৭ ইঞ্চি।

৩) হাউজি ও তাঁর দল সেখানে পৌঁছনোর আগে ওই জলাশয়টির ভিতর এক সপ্তাহের জন্য একটি খাঁচা পাতা হয়েছিল। তিনি বলেন-“এর আগে আমরা অনেক কুমির ধরেছি কিন্তু এত বড় এই প্রথম।

৪) DNR বন্যপ্রাণী জীববিজ্ঞানীরা সফলভাবে জলাভূমি থেকে কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হওয়ায়, শেষপর্যন্ত তারা পশুটিকে সতেজ করে তোলার সিদ্ধান্ত নেয়, কারণ কুমিরটি পুরনো বন্দুকের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে  ভুগছিল।

৫)“এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি, তবে প্রাণীটির জন্য এটি সবচেয়ে ভাল জিনিস ছিল,”  হাউজি জানিয়েছেন কর্ডিলি ডিসপ্যাচকে।আগে পশুর নেওয়া ছবি ভাইরাল হয়েছে, কিছু মানুষ কুমিরের সেই ছবি এডিট করে তা বড় করে দেখানোর উৎসাহ দেখিয়েছে। যাইহোক, হাউজির মতে- পুরুষ কুমির ১৬ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে।  এর আগে ২০১৫ সালে ১৪ফুট এক ইঞ্চি দীর্ঘ একটি কুমির উদ্ধার করেছিল DNR ।

Published on: মার্চ ১৫, ২০১৯ @ ১০:০২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 85 =