রাসপূর্ণিমা মহাসমারোহে উদযাপিত হল মায়াপুর ইসকনে, শুরু হল হাতি পরিক্রমা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ৯, ২০২২ @ ২১:৪৭

এসপিটি নিউজ, মায়াপুর, ৯ নভেম্বর: মায়াপুর ইসকনে এখন চলছে রাস পূর্ণিমা উৎসব। চলবে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত। কই সঙ্গে শুরু হয়েছে হাতি পরিক্রমা অনুষ্ঠানও। ইতিপূর্বে অনুষ্ঠিত হয়ে গেল দীপ দান অনুষ্ঠানও।

আজ বুধবার মায়াপুর ইসকন –এ গিয়ে দেখা গেল সেখানে মানুষের ভীড়। কেউ কেউ গত কয়েক দিন ধরেই সেখানে আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন সপরিবারে। ভিড় এত বেশি হয়েছে যে অনেকেই ঘরও পাননি। তবে আশ্রয় দেওয়া হয়েছে ইসকন চত্বরেই। দেখা গেল এখনও তারা আছেন ইসকন অফিসের বারান্দায়। চাদর কিংবা কাপড় পেতে তারা ঘুমিয়ে আছেন।

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস নসংবাদ প্রভাকর টাইমস-কে জানান, এই সমস্ত ভক্তরা বহু দূর থেকে এসেছেন। তাদের অনেকেই ঘর না পেয়ে এখানে রয়েছেন। গত কয়েকদিন ধরেই এখানে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই দামোদর মাসেই ইসকন মায়াপুর সহ সমস্ত শাখা কেন্দ্রে েক মাস ধরে দীপ দান করা হল। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ , জাতি-ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। এই অনুষ্ঠান আমাদের হৃদয় মন্দিরকে আলোকিত করার, অন্ধকার বিতাড়িত হয়ে আমাদের মনোমন্দিরে প্রতিষ্ঠিত হোক আলোর প্রদীপ, এই উদ্দেশ্য নিয়ে করা এই অনুষ্ঠান।

তিনি আরও বলেন, “এখানেশ্রীহরির স্মরণ উৎসব ভীষ্মপঞ্চক ব্রত উদযাপন করা হল চারদিন ধরে এবং একই সঙ্গে রাস পূর্ণিমা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হল। এখানে লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে এই রাস পূর্ণিমাকে কেন্দ্র করে। শুধু তাই নয়, এখানে বিনা মূল্যে প্রদীপ দান করা হয়েছে সকলের জন্য।একই সঙ্গে হাতির পরিক্রমা শুরু হল। এটি চলবে রাস পূর্ণিমা থেকে দোল পুর্ণিমা পর্যন্ত। সপ্তাহে একদিন করে শনিবার এই পরিক্রমা হবে।” বিকেল চারটে থেকে ছ’টা পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নিতে আহ্বান করেছে ইসকন কর্তৃপক্ষ।

Published on: নভে ৯, ২০২২ @ ২১:৪৭


শেয়ার করুন