
প্রতিবেদনটি লিখেছেন সম্রাট তপাদার
Published on: মার্চ ২৯, ২০১৮ @ ২২:২৭
আমি গর্বের সাথে বলি আমি হিন্দু। আমি আত্মতৃপ্তি অনুভব করে মাথা উঁচু করে দৃপ্তকণ্ঠে বলি, আমি সেই প্রাচীনতম জীবনচর্চার -জীবনধারার ধারক ও বাহক যার নাম হিন্দুত্ব।
আমার হিন্দুত্ব কেবল ঠুনকো কোনও তথাকথিত ধর্মাচারণ নয়। আমার হিন্দুত্ব এক আবহমান মহাসিন্ধু… যার ওপার থেকে ভেসে আসা সঙ্গীতসুধা অহরহ প্রাণে- মনে সঞ্জীবনী সুধার প্রবাহ সৃষ্টি করে।
আমার হিন্দুত্ব সেই জীবনচরিত, যার উপর হাজার হাজার বছর ধরে নেমে এসেছে অগণিত আক্রমণ। আমার হিন্দুত্ব সেই জীবনচর্চা, যার কায়মন বারেবারে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয়েছে বারংবার।
তবু এরপরেও সেই হিন্দুত্ব কখনও প্রতিহিংসার জিহ্বাগ্র বার করে রক্তচক্ষু দেখায়নি; বরং শিখিয়েছে সহিষ্ণুতার মহাপাঠ।
রক্তাক্ত হাতে প্রতিহিংসার নাম হিন্দুত্ব হতে পারে না। অন্য ধর্মাচরণের প্রতি অসহিষ্ণুতার নাম হিন্দুত্ব হতে পারে না কখনোই। অন্যের এবং অপছন্দের খাদ্যাভাসের উপর ঘৃণা ও আক্রমণের নাম হিন্দুত্ব নয়।
রাম নাম হিন্দুত্বের প্রাণ সুধা, কিন্তু রাম নামের আড়ালে মানবতার বদনাম যারা করে,তারা আর যাই হোক হিন্দু হতে পারেন না।
Published on: মার্চ ২৯, ২০১৮ @ ২২:২৭