কলকাতায় রাজস্থান দিবসঃ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের মুখে দেশের জয়গান-৫০টি দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে ভারত

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

‘আপনারা পাশে থাকুন দেখুন বাংলা ফের নতুন দিশা দেখাবে’-কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
করোনার সময় আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ২৪-২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।বলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী।

Published on: এপ্রি ৪, ২০২১ @ ২১:৩২

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৪ এপ্রিলঃ গত ৩০ মার্চ রাজস্থান সহ গোটা দেশে পালিত হয়েছে রাজস্থান দিবস। প্রতি বছরের মতো এবারেও কলকাতায় পালন করা হয়েছে এই দিবসটি। তবে ২০ মার্চের পরিবর্তে গতকাল অর্থাৎ ৩ এপ্রিল। আর এই অনুষ্ঠানে একধিক বিশিষ্ট ব্যক্তির পাশপাশি কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজস্থান দিবসের সমারোহে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে তিনি এদিন দেশের জয়গান করেন। একই সঙ্গে বলেন- প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আজ এগিয়ে চলেছে। করোনার সময় মোদিজির নেতৃত্বে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশ আজ বিশ্বের ৮২টি দেশে সম্পূর্ণ বিনা মূল্যে ওষুধ সরাবরাহ করেছে।এমনকী, ৫০টি দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিনও সরবরাহ করেছে।

রাজস্থান এক অসাধারণ রাজ্য

রাজস্থান দিবস সমারোহ নিয়ে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন- “রাজস্থান এক অসাধারণ রাজ্য। যেখানে সাংস্কৃতিক বাতাবরন খুবই ভালো। রাজস্থানের সংস্কৃতি সারা দেশের কাছে অনুকরন যোগ্য। আজ রাজস্থান যে সমৃদ্ধির মুখ দেখেছে তা মারওয়াড়ি সমাজের এই ক্ষেত্রে যোগদান খুবই কার্যকর হয়েছে। আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি -একজন রাজস্থানী হওয়ার সুবাদে বলতে পারি যে জাতীয়তাবাদী, দেশভক্তির পরম্পরা রাজস্থানীদের মধ্যে আজও অটুট আছে।”

বাংলা ফের নতুন দিশা দেখাবে-শেখাওয়াত

কলকাতায় রাজস্থানীদের ভূমিকা প্রসঙ্গে গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন- “ব্রিটিশ যুগে কলকাতা দেশের অর্থনৈতিক রাজধানী ছিল। এখন এমন অবস্থা হয়েছে যে আজ অনেকেই কলকাতা ছেড়ে কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। কিন্তু এবার সুযোগ তৈরি হয়েছে। আপনারা পাশে থাকুন দেখুন বাংলা ফের নতুন দিশা দেখাবে।”

ভারতে ৫০ শীর্ষ কর্পোরেট হাউসের মধ্যে ৪০টি রাজস্থানে রয়েছে-শেখাওয়াত

“ভারতে ৫০ শীর্ষ কর্পোরেট হাউসের মধ্যে ৪০টি রাজস্থানে রয়েছে। প্রত্যেক বছরই আর্থিক ক্ষেত্রে রাজস্থানীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নমূলক কাজে সামাজিক সংস্থার অনেক বড় ভূমিকা আছে।আমি রাজস্থান সমাজকে অভিনন্দন জানাবো যেভাবে তারা করোনার সময় তাদের সক্রিয় ভূমিকা পালন করেছে।” বলেন শেখাওয়াত।

১৫০টি দেশে মোদিজির নেতৃত্বে ভারত প্যারাসিটামল সহ অনেক ওষুধ সরবরাহ করছে

করোনাকালে সারা বিশ্বে ভারত যে ভূমিকা পালন করে চলেছে তার ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। আর এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী মোদির সুনাম করতেও ছাড়েননি। বলেন-” করোনার সময় আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ২৪-২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপনারা কল্পনাই করতে পারবেন না যে ১৫০টি দেশে মোদিজির নেতৃত্বে ভারত প্যারাসিটামল সহ অনেক ওষুধ সরবরাহ করছে, এর মধ্যে ৮২টি দেশে শুধু বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।”

বিশ্বে মোট তিনটি দেশে ভ্যাকসিন তৈরি করছে তার মধ্যে ভারত একটি

শেখাওয়াত বলেন-” করোনার মধ্যে প্রশ্ন উঠেছিল, ভ্যাকসিন কবে আসবে? এখন বিশ্বে মোট তিনটি দেশে ভ্যাকসিন তৈরি করছে তার মধ্যে ভারত একটি দেশ, আপনারা ভাবুন তো। আপনাদের জানিয়ে রাখি- ভারত এ পর্যন্ত ১০০-রও বেশি দেশে ভ্যাকসিন সরবরাহ করেছে। তার মধ্যে ৫০টি দেশে সবচেয়ে উপযোগী, মূল্যবান ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে সবরাহ করা হয়েছে।”

পশ্চিমবঙ্গে অসীম সম্ভাবনা আছে-শেখাওয়াত

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- ভারতের সামর্থ্য, শক্তি ও ভারতে অর্জিত হওয়া জ্ঞান বিশ্ব কল্যানে কাজে আসবে। ভারতের স্বপ্ন ও লক্ষ্য পূরণ করার জন্য সারা দেশজুড়ে আজ কর্মযজ্ঞ শুরু হয়েছে যেখানে এই বাংলাও আছে। এখানে আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেন- আপনি নির্বাচন নিয়ে কেমন দেখছেন? স্বাধীনতার আগে বাংলা একরকম ছিল। যেখানে সবাই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আর ২০১১ সালে মা-মাটি-মানুষের স্লোগান তুলে যারা ক্ষমতায় এল তারা আজ বাংলায় কি করেছে তা সবাই দেখেছে। পশ্চিমবঙ্গে অসীম সম্ভাবনা আছে। তা অবশ্যই পূরণ হবে।” বনলেন শেখাওয়াত।

রাজস্থান দিবসে আরটিডিসি-র আধিকারিক হিঙ্গলজ দন রতনু যা বললেন

গতকাল শনিবার অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কলকাতায় ওসোয়াল ভবনে রাজস্থান দিবস সমারোহ পালিত হয়েছে।সমারোহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতবর্ষীয় মহেশ্বরী মহাসভার সভাপতি শ্যাম সুন্দর সোনি, প্রধান অতিথি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ওমপ্রকাশ সখলেচা, রাজস্থান প্রদেশ বিজেপি-র প্রধান সম্পাদক  চন্দ্রশেখরজী, কলকাতায় বড়বাজার কুমারসভা পুস্তকালয়ের সম্পাদক মহাবীর প্রসাদ বাজাজ প্রমুখ। সমারোহে উপস্থিত ছিলেন কলকাতায় রাজস্থান পর্যটন বিকাশ নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলজ দন রতনু মধ্যপ্রদেশের মন্ত্রীকে রাজস্থানের প্রতিনিধি হিসাবে সম্বর্ধিত করেন। আরটিডিসি-র আধিকারিক হিঙ্গলজজি বলেন- “১৯৪৯ সালের ৩০ মার্চ রাজস্থান দিবসের সূচনা হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত দিনটি ঐতিহ্যের সঙ্গে পালন করা হচ্ছে।কলকাতায় এই দিবস পালনের মধ্য দিয়ে রাজস্থানের কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।”

রাজস্থান দিবসের তা তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রাজস্থানের প্রদেশ বিজেপির প্রধান সম্পাদক চন্দ্রশেখরজি বলেন-

  • “কলকাতায় রাজস্থান দিবস সমারোহ অনুষ্ঠিত হল। এখানে বসবাসকারী রাজস্থানী লোকজন যারা এখানকার ব্যবসা, সমৃদ্ধি, গৌরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা সকলেই এই সমারোহে শামিল হয়েছিলেন।”
  • “আমরা জানি বাংলার গৌরব-সমৃদ্ধি এক বড় দিক, যেখানে আধ্যাত্মিক-বিপ্লবী চেতনা জাগ্রত হয়েছিল সেখানে রাজস্থান থেকে আসা সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে এখানে সেই ভাবনায় নিজেদের সংযুক্ত করেছে।”
  • নিশ্চিতভাবে যেভাবে শক্তি ও ভক্তিতে বাংলার পরিচিতি আছে ঠিক সেরকমই রাজস্থানেও শক্তি ও ভক্তির ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজস্থান ও বাংলা পরস্পরের কাছের বন্ধু।”
  • “একই সঙ্গে সোনার বাংলা গড়তে তারা যেভাবে শামিল হয়েছে সেজন্য তাদের অভিনন্দন জানাবো। যেভাবে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উন্নতিতে গোটা দেশ বাংলার প্রতি মন দিয়েছে তা ভালোই হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1