কলকাতায় সিবিএসই-র অফিসে তৃণমূলের বিক্ষোভ, টুইটে মোদিকে ‘এক্সাম ওয়ারিয়র ২’ বই লেখার পরামর্শ রাহুলের

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩০, ২০১৮ @ ২০:৫৪

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ মার্চঃ  প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। আর এক দিকে নিজেদের মুখ রক্ষা ক্রতে কেন্দ্র সরকার উঠে-পড়ে লেগেছে। কিন্তু এতসব করেও ছাত্র-ছাত্রীদের রোষের হাত থেকে রক্ষা হচ্ছে না। নতুন করে ২৫ এপ্রিল অঙ্ক পরীক্ষের দিনখন ঘোষণা করে পরীক্ষার্থীদের কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিক্ষোভের আঁচ এবার এসে পড়ল পশ্চিমবঙ্গেও। শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারের নেতৃত্বে দলীয় কর্মীরা সিবিএসই-র ডেপুটি সেক্রেটারির অফিসে ঢুকে বিক্ষোভ দেখায়।এদিকে এই প্রশ্ন ফাঁস নিয়ে নরেন্দ্র মোদিকে টুইট-এ কটাক্ষ করে লেখেন-পড়ুয়াদের জীবন নষ্ট করার পর মোদি এবার ‘এক্সাম ওয়ারিয়র ২’ লিখুন।

জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় তাদের যে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে তা জানার পর বহু পরীক্ষার্থী ভেঙে পড়েছেন। পরিস্থিতির আঁচ অনুমান করে বোর্ড এই পরীক্ষা শুধু মাত্র দিল্লি আর হরিয়ানাতেই করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা সেক্ষেত্রে বেঁচে গেল বলা যেতে পারে। এই সিদ্ধান্ত অবশ্য এদিন পশ্চিমবঙ্গে তৃণমূলের বিক্ষোভের পরই নেওয়া হয়েছে।এদিন রাজারহাট নিউটাউনে সিবিএসই-র ডেপুটি সেক্রেটারির অফিসে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পড়ুয়াদের এভাবে সঙ্কটের মধ্যে ফেলে দেওয়ার জন্য বিক্ষোভ দেখাতে থাকে তারা। পাশাপাশি কেন্দ্র সরকারের ভ্রান্ত শিক্ষানীতি নিয়েও সরব হয় তারা। পরে তাদের সঙ্গে কথা বলে স্মারকলিপি গ্রহণ করেন বোর্ডের পশ্চিমবঙ্গের ডেপুটি সেক্রেটারি। সম্রাট তপাদার জানান, এ রাজ্যে বিজেপি অনেক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চেঁচামেচি করে। কিন্তু যাদের আমলে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে সেব্যাপারে তাদের মুখে কথা বন্ধ হয়ে গেল কেন? গরম গরম কথা বলে মানুষকে খেপিয়ে তোলা যায় কিন্তু জীবন গড়ে তোলা যায় না।

সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঠিক এই জায়গাতেই এদিন নরেন্দ্র মোদিকে ঠুকেছেন। টুইটে রাহুলের কটাক্ষ-“পরীক্ষার সময় পড়ুয়াদের মানসিক চাপ কমাতে মোদি ‘এক্সাম ওয়ারিয়র’ নামে বই লিখেছিলেন। এবার তিনি ‘এক্সাম ওয়ারিয়র ২’ বই লিখুন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর পড়ুয়ারা কিভাবে মানসিক চাপ কমাবেন।”

Published on: মার্চ ৩০, ২০১৮ @ ২০:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − = 14