
Published on: মার্চ ২৬, ২০২১ @ ১৮:১৯
এসপিটি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মহারাষ্ট্রের মেলগাট টাইগার রিজার্ভের একজন মহিলা বন আধিকারিক আত্মহত্যা করেছেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। তিনি সেখানে রেঞ্জ ফরেস্ট আফিসার হিসাবে নিযুক্ত ছিলেন। স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সংবাদ সংস্থা আইএএনএস এক ট্যুইট করে জানিয়েছে, “এক মর্মস্পর্শী ঘটনায় অমরাবতীর মেলগাট টাইগার রিজার্ভে একজন ২৮ বছর বয়সী মহিলা রেঞ্জ অফিসার আইএফএস অফিসারের থেকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছেন। একটি সুসাইডাল নোটে এমনটাই উল্লেখ আছে।”
In a shocking incident, a 28-year-old female Range Forest Officer posted in the #Melghat Tiger Reserve in #Amravati, committed suicide after alleging sexual harassment & torture at the hands of an Indian Forest Service (@CentralIfs) officer, in a purported suicide note. pic.twitter.com/Kh43q4UIP1
— IANS Tweets (@ians_india) March 26, 2021
সংবাদ সংস্থার খবরে প্রকাশ, ওই মহিলা মহারাষ্ট্রের অমরাবতী জেলার হরিসালে তার বাসভবনে একটি সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে।মেলগাট টাইগার রিজার্ভের গোগামাল বন বিভাগের অধীন হরিশালে ওই মহিলাকে নিয়োগ করা হয়েছিল রেঞ্জ অফিসার হিসাবে।
Published on: মার্চ ২৬, ২০২১ @ ১৮:১৯