এসপিটি নিউজ বর্ধমান, ২১ জানুয়ারিঃ না তিনি কোনও সাধক নন। তিনি একজন রাজনীতিবিদ। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।আজ তিনি কথা বললেন মায়ের সঙ্গে। বর্ধমানের মঙ্গলকোটে অবস্থিত যোগাদ্যা মা। সতীপীঠ মানা হয়ে থাকে এই মন্দিরকে। অর্থাৎ মা দুর্গার এক রূপ মা যোগাদ্যা। সেই মা যোগাদ্যার সঙ্গে কথা হয়েছে অনুব্রত মন্ডলের। যা সত্যিই বিস্ময়ের ব্যাপার। আজ সোমবার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এমনই দাবি করলেন তিনি। এরপর কি বললেন- শুনুনু।
গাড়িতে বসে অনুব্রত মণ্ডল জানালেন- “মা-কে যখন বললাম-মা, দস্যুর আগমন হয়েছে আবার। তখন মা বলল, কোনও চিন্তা নাই ৪২-এ ৪২ হবে। অসুর দমন হবে।”
আর কি কথা হল?
অনুব্রত মণ্ডল বলে ওঠেন- মা যা নেবে তাই দোবো। মা যা বলবে তাই করব। মা বলল, হ্যাঁ বাবা তুই নিশ্চিন্তে চলে যা। তুই নদিয়ার দায়িত্ব পেয়েছিস।নদিয়ায় তোর জয়জয়কার হবে। বীরভূমে তোর জয়জয়কার হবে। ৪২-এ ৪২ হবে। অসুর দমন হবে তোর চিন্তা নাই।
অনুব্রত মণ্ডলের এমন বিবৃতির পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।