এভাবেই গ্রামের মানুষ ২ মৃত হাতির আত্মার শান্তি কামনা করে পাত পেরে কব্জি ডুবিয়ে খেলেন খিচুরি প্রসাদ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পামন্ডল                                                                   ছবি-বাপন ঘোষ

Published on: জানু ২২, ২০১৯ @ ০০:২৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২১ জানুয়ারিঃ হাতি মারা গেলে বহু জায়গায় পুজো করে থাকে অনেকেই। কিন্তু সেই মৃত হাতিদের শান্তি কামনায় এত কিছুর আয়োজন! না, এমনটা খুব বেশি চোখে পড়ে না। কিন্তু মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামে কিন্তু সেই অভিনব উদ্যোগই চোখে পড়ল। কি হল না সেখানে- পুজো, যজ্ঞ, প্রসাদ বিলি তাও আবার বসিয়ে খাবার পরিবেশন করে। এমনকী হল নাম-সংকীর্তনও।

কয়েকদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছিল দুটি পূর্ণবয়স্ক হাতি। গ্রামবাসীরা চোখের সামনেই দেখেছে কি নিদারুন কষ্টের মধ্যে ছটফট করতে করতে মারা গেছিল হাতি দুটি। সেই দৃশ্য তারা ভুলতে পারেনি। তাই তখনই ঠিক করেছিল হাতি দুটির আত্মার শান্তি কামনায় গ্রামের মানুষ পুজো-যাগযজ্ঞের আয়োজন করবে। সেই মতো আজ সেই আয়োজন তারা করেছিল।

একদিকে যেমন পুজো হল আর দিকে গ্রামের মানুষ হাতির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করে কব্জি ডুবিয়ে খেলেন খিচুরি প্রসাদ। প্রায় তিন হাজার মানুষকে বসিয়ে খিচুড়ি প্রসাদ বিতরন করা হয়। সঙ্গে ছিল তরকারি, চাটনি, পাপড় ও মিষ্টি।হয় সেখানে নাম-সংকীর্তনও।

Published on: জানু ২২, ২০১৯ @ ০০:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 − = 38