যারা বাংলা ভাষাই বোঝে না তারা এসেছে বাংলার মানুষকে রাজনীতি শেখাতে- যোগী, শিবরাজদের তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ৭, ২০১৯ @ ২২:২০

এসপিটি নিউজ, ডেবরা, ৭ ফেব্রুয়ারিঃ সম্প্রতি শিবসেনার মুখপত্রে তাদের সম্পাদকীয়তে লেখা হয়েছে-“এবারের লোকসভা ভোটে উত্তর ভারত থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিজেপির ১০০টি আসন কমবে।আর তাই বিজেপি নেতৃত্ব পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছে। সেখান থেকে তারা ১৪-১৫টি আসন জেতার কথা ভেবেছে। কিন্তু সেটা কতটা সম্ভব তা বলবে ভোটের ফলাফল।” ইতিমধ্যে পশ্চিমবঙ্গে একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সভা করে চলেছেন। আরও অনেকের আসার কথা আছে। সেই প্রসঙ্গ তুলে ধরে আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দলের এক জনসভায় দাঁড়িয়ে বিজেপির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে তীব্র কটাক্ষ করে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন-“যারা ঠিক বাংলা ভাষাটাই বোঝে না তারা এসেছে বাংলায় রাজনীতি শেখাতে।

বৃহস্পতিবারের এই সভায় শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের আরও এক মন্ত্রী সৌমেন মহাপাত্রও হাজির ছিলেন। ছিলেন পশ্চিম মেদিনীপুরের এক ঝাঁক নেতা-নেত্রীও। সভার মূল আকর্ষণ ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন-“এবারের লোকসভা ভোটে বাংলায় লড়াই হবে বাংলা আর বাহারিদের মধ্যে। এরপরই তিনি যোগী আদিত্যনাথ ও শিবরাজ চৌহানের সমালোচনার পাশাপাশি কটাক্ষ করেন বলেন-“যারা বাংলা জানে, বাংলা ভাষা বোঝে না তারাই এখন বাংলায় এসে বাংলার মানুষকে রাজনীতি বোঝাচ্ছেন।তিনবার মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যাকে মধ্যপ্রদেশের মানুষ ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিচ্ছেন।”

এরপর শুভেন্দু অধিকারীর হুঙ্কার- “জেনে রাখুন শিবারাজ চৌহানজি-বাংলা থেকে তৃণমূলকে নয় বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে মানুষ।” আর যোগী আদিত্যনাথ সম্পর্কে শুভেন্দুর কটাক্ষ-“যিনি নিজের ছেড়ে যাওয়া আসনে দলের প্রার্থীকে উপ-নির্বাচনে জিতিয়ে আনতে পারেন না তিনি এসেছেন বাংলায় সভা করতে। আগে নিজের রাজ্য দেখুন। উত্তর প্রদেশে এবার বিজেপির ভরাডুবি হবে। তাই তাকে আমি বেশি গুরুত্ব দিতে চাই না।”

এরপর শুভেন্দু  বলেন- “দেশে এবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।আর তাই বাংলার মানুষকে ৪২টি আসনেই তৃণমূলের প্রার্থীদের জেতাতে হবে।” এজন্য দলের কর্মী-সমর্থকদের এখন থেকে কাজ শুরু করার আহ্বান জানান।তিনি বলেন-“সিবিআই, ইডি লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না।এবারের লোকসভা ভোটে বিজেপি উৎখাত হবেই।”

Published on: ফেব্রু ৭, ২০১৯ @ ২২:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1