শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখায় ১১৪টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল এই কারণের জন্য

Main রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ফেব্রু ৭, ২০১৯ @ ২৩:৫৯

এসপিটি নিউজ, শিয়ালদহ, ৭ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার পূর্বরেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে কাঁকিনাড়া-নৈহাটি স্টেশনের মাঝে চতুর্থ লাইন খুলে দেওয়ার জন্য নন-ইন্টারলকিং-এর কাজ শুরু করার জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় আগামী তিনদিন মোট ১১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ট্রেন বাতিল করা হয়েছে নৈহাটি, কল্যানী ও রানাঘাটে। তবে নৈহাটি ও ব্যান্ডেল দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে ডানকুনি দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই তিনদিন।এর ফলে বহু যাত্রীকে দুর্ভোগের মুখোমুখি হতে হবে।

শুক্রবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে। এবার দেখে নেওয়া যাক কবে কতগুলি ট্রেন বাতিল এবং কোন ট্রেন কত পর্যন্ত কিংবা কোথা থেকে ছাড়বে।

৮ই ফেব্রুয়ারি শুক্রবার

এদিন মোট ৩২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে চারটি শিয়ালদহ-রানাঘাট, ২০টি নৈহাটি-শিয়ালদহ এবং ৮টি শিয়ালদহ-কল্যানীর মধ্যে। ৩১৪১১ শিয়ালদহ-নৈহাটি লোকালটি বারাকপুর পর্যন্ত চলবে এবং ৩৪০৫২ নৈহাটি-বজবজ লোকালটি বারাকপুর থেকে ছাড়বে।

৯ই ফেব্রুয়ারি শনিবার

এদিন মোট ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে শিয়ালদহ-রানাঘাট লাইনে ৮টি, শিয়ালদহ-নৈহাটির মধ্যে ২৪টি এবং শিয়ালদহ-কল্যানীর মধ্যে ৮টি ট্রেন থাকবে। এদিনও যথারীতি আগের দিনের মতো দুটি ট্রেন যথাক্রমে বারকপুর পর্যন্ত আসবে এবং বারাকপুর থেকে ছাড়বে।

১০ই ফেব্রুয়ারি রবিবার

এদিন মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে শিয়ালদহ-রানাঘাটের মধ্যে ৮টি, শিয়ালদহ-নৈহাটির মধ্যে ২৪টি, রানাঘাট-নৈহাটির মধ্যে ২টি ও শিয়ালদহ-কল্যানীর মধ্যে ৮টি লোকাল আছে। এদিনও বারকপুর থেকে একটি ট্রেন বজবজ পর্যত যাবে আবার একটি নৈহাটি লোকাল বারাকপুর পর্যন্ত আসবে।

তবে গোরখপুর এক্সপ্রেস, দঙ্গাসাগর এক্সপ্রেস, গৌর এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, পাটনা এক্সপ্রেস, মজফফরপুর ফাস্ট প্যাসেঞ্জারকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: ফেব্রু ৭, ২০১৯ @ ২৩:৫৯

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − 55 =