Published on: মে ২৬, ২০১৯ @ ২৩:৫৩
এসপিটি নিউজ, আহমেদাবাদ, ২৬মে: নির্বাচনের প্রচারের সময়ও তিনি এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। প্রণাম করে নিয়ে গিয়েছিলেন মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলে এবার বিজয়ী হয়ে এসেছেন। এবার আরও অনেক বড় ধরনের জয় পেয়ে ভারতবাসীর নয়নের মণি হয়ে আবাও তিনি এলেন মায়ের কাছে। দেখা করতে। প্রণাম করে নিলেন মায়ের আশীর্বাদ। যে আশীর্বাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে আগামী পাঁচ বছর শাসনকাল চালাতে শক্তি যোগাবে।
মা হীরাবেনের আশীর্বাদ নেওয়ার আগে নরেন্দ্র মোদি ও অমিত শাহ দু’জনে পৌঁছন পার্টির সদর দফতরে। সেখানে এক জনসভায় ভাষন দেন। যেখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মোদির ভাষণের শেষে সভাস্থলে উপস্থিত সকলে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে প্রধানমন্ত্রী মোদিকে অভিবাদন জানান।এই সময় প্রধানমন্ত্রী হাত তুলে সকলের অভিবাদন গ্রহণ করেন।
২০১৪ সালে গুজরাটের উন্নয়নের মডেল্কে সামনে রেখে এসেছিল জয়
প্রধানমন্ত্রী মোদি বলেন-২০১৪ সালে নির্বাচনে দেশ আমাকে চিনতে পারেনি।কিন্তু দেশ গুজরাটকে চিনেছিল। সেই সময় হাওয়ার মতো চারিদিকে ছড়িয়ে গেছিল যে গুজরাটের সমস্ত গ্রামেই পাকা রাস্তা আছে। গুজরাটের সুস্মত স্থানেই উন্নয়ন হয়েছে। গুজরাটের উন্নয়নের মডেলের ফলেই দেশের মানুষের রায় এসেছিল।
মোদি বলেন- আমি সোশয়াল মিডিয়ায় এক ভিডিও দেখেছি।সেখানে একজন বলছে, আমি গুজরাটে গেছে এবং সেখানে উন্নয়ন দেখেছি। এমনই উন্নয়ন আমি বাংলায় দেখতে চাই। কিন্তু যখন তাঁকে প্রশ্ন করা হয় যে তুমি ভোট কাকে দেবে তখন সে কোনও জবাব দেয়নি।
ষষ্ঠ দফার ভোট শেষে
ষষ্ঠ দফার ভোট শেষে আমি বলেছিলাম আমাদের ৩০০ প্লাস আসন আসতে চলেছে। এ কথা বলার জন্য অনেকেই মজা করেছিল। আমাদের আগামী পাঁচ বছরে আম নাগরিকের চাহিদা পূরণ করতে কাজ করে যেতে হবে। আমাদের বিশ্বে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামি পাঁচ বছর জনগণের অংশ নেওয়া এবং জন চেতনা বাড়ানোর কাজ করে যেতে হবে।
এর আগে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন- ২৬ আসন জেতার পর নরেন্দ্র ভাই গুজরাটে এসেছেন।য়াপনারা জোরে হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানান। যাতে করে সেই আওয়াজ পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছতে পারে। বিজেপি সভাপতি হিসেবে তিনি গুজরাটবাসীকে অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বলেন- নরেন্দ্র ভাইয়ের নেতৃত্বে রাজ্যের প্রতিটি গ্রামেই বিজেপি পৌঁছে গেছেন।
মায়ের সঙ্গে সাক্ষাতের পর কাশী যাবেন মোদি
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ট্যুইট করে বলেন-“আমার মায়ের কাছে আশীর্বাদ নিতে সন্ধ্যায় গুজরাট যাব। সকলকে ভরসা দিতে এই মহান ভূমিতে থাকা লোকজনকে ধন্যবাদ জানিয়ে আগামিকাল সকালেই তিনি কাশী যাবেন।
Published on: মে ২৬, ২০১৯ @ ২৩:৫৩