মোদির জয় নিয়ে পাকিস্তান, আমেরিকা, ব্রিটেনে কিছু মিথ্যা ভিডিও ভাইরাল-বিবিসি তুলে ধরল সত্যতা

Main দেশ বিদেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ২৭, ২০১৯ @ ২৩:১২

এসপিটি নিউজ ডেস্কঃ বিবিসি আজ এক সংবাদ প্রকাশ করেছে যেখানে তারা জানিয়েছে মোদিকে ঘিরে পাকিস্তান, ইংল্যান এবং আমেরিকায় প্রবল উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইংল্যান্ডে তো বাসে মোদির নামে শুভেচ্ছা লেখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে ২০১৯ সালের লোকসভা ভোটে মোদির জয় নিয়ে সারা বিশ্বে উৎসব পালন করা শুরু হয়েছে।নরেন্দ্র মোদি এই নির্বাচনে এক ঐতিহাসিক জয় লাভ করেছেন এবং তিনি দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।

একই সঙ্গে নেহেরু যুগের পর ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী পরপর দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদি একাই একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন যাকে গোটা দেশ দু’বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচিত করেছেন। কিন্তু তাঁর সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও পোস্ট করা শুরু করেছেন যা লোকসভা ভোট কিংবা ভোট সম্পর্কিত কিছুর সঙ্গেই তা যুক্ত নয়।

আমেরিকায় অর্থ ছড়াল ভারতীয় ব্যবসায়ী

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে এক ভারতীয় ব্যবসায়ী নিউইয়র্কে এক লাখ আমেরিকান ডলার মানুষের মধ্যে দান করে দেন।এই ভিডিওতে দেখা গেছে যে এক  ব্যক্তি আমেরিকার রাস্তায় নোট ছড়াচ্ছে আর তার চারপাশে বহু লোক জড়ো হয়ে সেই নোট কুড়োচ্ছে। কিছু লোক দাবি করেছে এই ভিডিও আমেরিকার নয় এটি কানাডার। তবে বিবিসি লিখছে যে আমেরিকা হোক কিংবা কানাডা টাকা ছড়ানোর বিষয় তো সত্যি।

বিবিসি লিখছে- ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে টাকা উড়াতে দেখা গেছে যে তার নাম জো কুশ।তিনি একজন পেশাদার মিউজিক প্রডিউসার এবং ভিডিও ইঞ্জিনিয়ার, একজন ভারতীয় কোটিপতি ব্যবসায়ী নন। রিওয়ার্স ইমেজ সার্চ করে বিবিসি জানতে পেরেছে ওই ব্যক্তি নিউইয়র্কে ‘কোলহোলম’ নামে একজন ইনস্টাগ্রাম ইউজার গত ১৬ই মে ২০১৯ সালে ভিডিওটি পোস্ট করেন।এই ভিডিওপ্টির সঙ্গে ওই ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন “ম্যানহাটন শহরে ৪৭ নম্বর স্ট্রিট-এ এই নোট উড়ানোর ঘটনা চাক্ষুষ হয়েছে। সেখানে কেউ ভিডিও শ্যুট করছিল।”ওই ব্যক্তি তার পার্সোনাল ইনস্টাগ্রাম পেজে নোট উড়ানোর অন্য ভিডিও পোস্ট করেছেন।

বালুচিস্তানে বিজেপির-র পতাকা!

বালুচিস্তানেও মোদির জয়ের পর অনুষ্ঠান করা হয়।সেখানে মহিলাদের গান গাইতে দেখা গেছে এবং তারা ‘মোদি’ ‘মোদি’ স্লোগানে সরব হয়েছেন। এমনকি সেখানে ভিড়ের মাঝে কয়েকজনের হাতে বিজেপির পতাকাও দেখা গেছে। ভিডিওটিতে লেখা হয়েছে, “বিজেপি পাকিস্তানে প্রথম শাখা খুলে দিয়েছে, ভারতে বসবাসকারী বিশ্বাসঘাতকেরা প্রায়ই পাকিস্তানী পতাকা উড়িয়ে দেয়, কিন্তু আজকে পাকিস্তান-এ এমনটা ঘটতে দেখে খুব খুশি।” কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এই দাবি একেবারে ভুল।

এই ভিডিও প্রথম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সেই সময় দাবি করা হয় যে মোদির সমর্থকরা বালুচিস্তানে বিজেপির পতাকা উড়িয়েছে। ২০ এপ্রিল ২০১৯ বিবিসির ফ্যাক্ট চেক টিম এই ভিডিওটিকে নিয়ে একটি রিপোর্ট করে। তাতে তারা জানায় যে ভিডিওটি বালুচিস্তানের নয়, এটি ভারতের শাসিত কাশ্মীরের অনন্তনাগ সংসদীয় ক্ষেত্রের মধ্যে পড়ে। বিজেপি- জম্মু-কাশ্মীরের এক কার্যকর্তা নিজের ট্যুইটার হ্যান্ডেলে গত ৩১শে মার্চ ২০১৯ -এ ট্যুইট করেন।একই সঙ্গে অনন্তনাগের সংসদীয় ক্ষেত্রের বিজেপি প্রার্থী সোফি ইউসুফ মনোনয় দাখিল করার পর ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।

লন্ডনের রাস্তায় বাসে ‘মোদি জি’

গত তিনদিনে এই ছবি ৫০ হাজারবারেরও বেশি বার শেয়ার করা হয়েছে। এমনকী এমনটাও দাবি করা হয়েছে যে নির্বাচন জেতার পর নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে লন্ডনের রাস্তায় বাসের গায়ে এমনটা লেখা হয়েছে। যারা এই ছবি শেয়ার করেছেন তারা এও লিখেছেন যে দেখুন মোদিকে সারা বিশ্ব কতটা সম্মান করে। কিন্তু বিবিসি এই ছবিও রিওর্স ইমেজ সার্চ করে জানতে পারে এই ছবির সঙ্গে লোকসভা ভোটের কোনও সম্পর্ক নেই। ২০১৫ সালের অক্টোবর মাসে সংবাদ মাধ্যমের সংবাদ থেকে জানা গেছে যে ব্রিটিশ সরকার নয়, সেখানে বসবাসকারী ভারতীয় মুলুকের মানুষরা কিছু বাস লিজ নেয় এবং তারা এক মাস সেই বাসে পর্যটকদের ঘোরানোর জন্য লন্ডন শহরে চালিয়েছিলেন। সেখানে কিছু বাসের গায়ে লেখা ছিল- “ওয়েলকাম মোদি”।

নরেন্দ্র মোদি ২০১৫ সালের নভেম্বরে লন্ডনে এসেছিলেন।

Published on: মে ২৭, ২০১৯ @ ২৩:১২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =