
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: জুন ১৩, ২০১৮ @ ২৩:৩১
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৩জুনঃ নিজেদের মধ্যে একটি বিষয়কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বুধবার মেদিনীপুর সদর ব্লকের মহাদেব চক এলাকা। তীরবিদ্ধ হলেন ১০জন গ্রামবাসী। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার জেরে মাহাদেবচক ও অযোধ্যানগর গ্রামে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ সুপার শচীন মক্কড়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ ব্যবস্থা নেয়।
আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান স্থানীয় বিধায়ক দীনেন রায় সহ শাসক দলের নেতারা।
Published on: জুন ১৩, ২০১৮ @ ২৩:৩১