বিশ্বকাপে খেলতে নামার দু’দিন আগেই স্পেনের জাতীয় কোচ বদলে গেল

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ১৩, ২০১৮ @ ২২:৪২

এসপিটি স্পোর্টস ডেস্কঃ দেশের চেয়ে ক্লাব কখনোই বড় হতে পারে না। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন সেই কথা তাদের কড়া সিদ্ধান্তের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল জুলেন লোপেতেগুই-কে। কাল পর্যন্ত যিনি ছিলেন স্পেনের জাতীয় দলের প্রধান কোচ সেই লোপেতেগুই-কে তাঁর একটা সিদ্ধান্তই সরিয়ে দিল বিশ্বকাপের আসর থেকে। যা তাঁর জীবনে নিঃসন্দেহে এক বড় ধাক্কা। তাঁর জায়গায় দলের নয়া প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফার্নান্ড হিয়েরোকে।

আসলে বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ক্লাব রিয়েল মাদ্রিদ কতৃপক্ষ লোপেতেগুই-কে তাদের নয়া ম্যানেজার করার কথা ঘোষণা করে। তারা জানিয়ে দেয়-বিশ্বকাপের পর লোপেতেগুই তাদের ক্লাবের দায়িত্ব নেবেন। এব্যাপারে তাঁর সঙ্গে তাদের তিন বছরের চুক্তি হয়ে গেছে।তিনি তাতে সাক্ষর পর্যন্ত করে ফেলেছেন।

লোপেতেগুই-এর এমন সিদ্ধান্ত ও রিয়েল মাদ্রিদের এই ঘোষণা স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরক্তি বাড়িয়েছে। তারা গোটা বিষয়টিকে ভালোভাবে নেয়নি। মঙ্গলবারই তারা ঠিক করে ফেলে অনেক হয়েছে আর নয়, এবার লোপেতেগুই-কে সরতেই হবে। বুধবার তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেয়-লোপেতেগুইকে তারা আর জাতীয় দলের কোচ রাখছে না। তাঁর জায়গায় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে স্পেনের প্রাক্তন ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন ফার্নান্ডো হিয়েরোকে।

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট লুইস রুবিয়েলস জানান, “তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের এছাড়া কোনও পথ ছিল না।” তিনি নয়া কোচের যাত্রা সফল হওয়ার প্রার্থনা করেছেন।

শুক্রবারই স্পেন গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে নামছে পর্তুগালের বিরুদ্ধে। গ্রুপ-বি-তে তাদের সঙ্গে আছে আরও দুটি দল ইরান ও মরক্কো। একেবারে বিশ্বকাপের শুরুতেই কোচ বদলের প্রভাব স্পেনের খেলায় পড়ে কিনা সেই দিকেই তাকিয়ে এখন গোটা ফুটবল বিশ্ব। কারণ, এবার বিশ্বকাপ জেতার দাবিদারসে দলগুলি সেই তালিকায় স্পেনও যে আছে।

Published on: জুন ১৩, ২০১৮ @ ২২:৪২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 + = 30