Published on: অক্টো ২১, ২০১৮ @ ২৩:৩২
এসপিটি নিউজ ডেস্কঃ ক্ষমতা থাকলেই যে আইন মানবেন না সেটা খুবই দুর্ভাগ্যজনক। যেমনটা হল রবিবার মুম্বইয়ে প্রথম স্বদেশি ক্রুজ উদ্বোধনের ঘটনায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতা সুরক্ষাকর্মীদের নিষেধাজ্ঞা অমান্য করে ক্রুজের বিপজ্জনক জায়গায় বসে সেলফি নেন। যে ভিডিও মুহূর্তের মধ্যে ভায়রাল হয়ে যায়।
ক্রুজের বিপজ্জনক জায়গার আগে রেলিং দিয়ে ঘেরা জায়গা টপকে অমৃতা সোজা গিয়ে বসেন একেবারে সামনের বিপজ্জনক স্থানে। সেখানে বসে সেলফি তুলতে গেলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাঁকে ওখানে বসতে মানা করেন। ভিডিওতে দেখা যায় এক পুলিশ আধিকারিক তাঁর দিকে এগিয়ে গিয়ে ওই জায়গা ছেড়ে উঠে আসতে অনুরোধ করেন। তিনি বলেন, আপনি ওখানে থাকবেন না। ওখানে বসাটা খুব বিপজ্জনক। কিন্তু অমৃতা কোনও নিষেধই মানতে চাননি। তিনি ওই স্থানেই বসে সেলফি নিতে থাকেন।
আসলে অমৃতা মুখ্যমন্ত্রীর স্ত্রী হওয়ায় এই কাজ করতে পারলেন বলে মনে করছেন অনেকেই। তিনি এমন একটা কাজ করলেন যা আইনের চোখে তো বটেই একজন প্রশাসকের পরিবারের সদস্যের কাছ থেকে যা কখনোই আশা করা যায় না।
ক্রুজটি বম্বে থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিনই তার উদ্বোধন হয়। সেখানেই হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা। ক্রুজটির নাম দেওয়া হয়েছে অঙ্গরিয়া। মারাঠি নৌসেনার প্রথম অ্যাডমিরাল কানহোজি অঙ্গ্রের নামে এই ক্রুজের নাম করা হয়েছে। জাহাজটি ১৩১মিটার লম্বা।
Published on: অক্টো ২১, ২০১৮ @ ২৩:৩২