৯ নভেম্বর দুপুর ১২টা ১৫মিনিটে বন্ধ হয়ে যাবে যমুনোত্রী ধামের দ্বার

দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: অক্টো ২২, ২০১৮ @ ২১:৩৭

এসপিটি নিউজ ডেস্কঃ প্রতি বছর শীতের মরশুমের আগেই হিমালয়ের চার ধামের মুখ্য দ্বার বন্ধ হয়ে যায়। শুভ তিথি মুহূর্ত দেখে তা স্থির করেন সেখানকার পুরোহিত। সেদিন এই চার ধাম যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ ধামে উৎসাহী তীর্থযাত্রী পর্যটকদের ভিড় থাকে। এবছর এই চার ধামের দ্বার বন্ধের শুভ ক্ষণ স্থির হয়ে গেছে। এদিন তা ঘোষণাও করা হয়েছে। এই চার ধামের মধ্যে যমুনোত্রী ধামের দ্বার বন্ধের মুহূর্তটি দেখার মতো।

বিশ্বখ্যাত যমুনোত্রী ধামের দ্বার বন্ধের শুভ মুহূর্ত স্থির হয়ে গেছে। ধামের প্রধান দ্বার বন্ধ হবে ভাইফোটার দিন ৯ নভেম্বর দুপুর ১২টা বেজে ১৫মিনিটে। একই সঙ্গে হিমালয়ের চার ধামের দ্বার বন্ধের তিথি এবং মুহূর্ত নির্ধারিত হয়ে গেছে। গঙ্গোত্রী ধামের দ্বার ৮ নভেম্বর দুপুর ১২টা বেজে ৩০মিনিটে বন্ধ হবে। কেদারনাথ ধামের দ্বার ৯ নভেম্বর সকাল ৮টা ৩০মিনিটে বন্ধ হবে, বদ্রীনাথের দ্বার সবশেষে ২০ নভেম্বর দুপুর ৩টে ২১ মিনিটে বন্ধ হয়ে যাবে।

যমুনোত্রী ধামের দ্বার বন্ধ হওয়ার শুভ মুহূর্ত নির্ধারণ করেন ধামের পুরোহিত স্বয়ং। সর্বভারতীয় হিন্দি দৈনিক জাগরণের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানা গেছে যমুনোত্রী মন্দির সমিতির সহ সভাপতি জগমোহন উনিয়াল জানিয়েছেন, মন্দিরের দ্বার বন্ধের শুভ মুহূর্ত মকর লগ্নে দুপুর ১২টা ১৫মিনিটে লাগছে। এদিন শনিদেবের ডোলি তাঁর বোন যমুনাকে নিতে খরসালী থেকে যমুনোত্রী আসবে। তখন আচার-বিধি মেনে পুজোর পর শনিদেব বোন যমুনাকে নিয়ে খরসালীর উদ্দেশ্যে রওনা দেবেন।পরম্পরা অনুসারে দ্বার বন্ধের সময় উপস্থিত তীর্থযাত্রীরা জীবন-যন্ত্রণা থেকে মুক্তি পেতে যমুনাস্থিত তপ্ত কুণ্ডে স্নান করবেন। এরপর তাঁরা সকলে মা যমুনাকে অষ্টভোগ নিবেদন করবেন।

গঙ্গোত্রী মন্দির সমিতির সচিব সুরেশ সেময়াল জানিয়েছেন, গঙ্গোত্রী ধামের মুখ্য দ্বার একদিন আগে অন্নকূট ভোগ চড়ানোর সময় অমৃত বেলায় বন্ধ করা হবে। ধামে সেদিন সকাল সাড়ে আটটা নাগাদ মা গঙ্গার মাথার মুকুট খোলা হবে। এরপ্র মা গঙ্গার মূর্তির মহাভিষেক হবে এবং তারপর দ্বার বন্ধ হয়ে যাবে।

Published on: অক্টো ২২, ২০১৮ @ ২১:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

63 − 62 =