
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: ডিসে ৮, ২০১৮ @ ২৩:২৭
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বরঃ নেত্রীর কথায় রীতিমতো উজ্জ্বীবিত ঝাড়গ্রামের সাংসদ উমা সোরেন। কয়েকদিন আগেও যাকে প্রশাসনিক সভায় শুনতে হয়েছিল নেত্রীর ধমক শুনতে হয়েছিল-“তোমার কোনও কথা বলতে হবে না, জনসংযোগ বাড়াও” এমন কথা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সে সাংসদ এখন এক নাগাড়ে জন্সংযোগ রক্ষার দায়িত্ব পালন করে চলেছেন।
এর আগে তিনি ঝাড়গ্রাম উৎসবের সূচনা করেছিলেন আর আজ করলেন কৃষিমেলার উদ্বোধন। মহিলা পুলিশে পরিবেষ্টিত হয়েই তৃণমূলের এই সাংসদ এদিন ঝাড়গ্রাম ব্লক কৃষি মেলার সূচনা করেন। ফিতে কেটে প্রদীপ জ্বেলে তিনি এই উৎসবের উদ্বোধন করেন।
মেলা চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। মেলায় পশ্চিমবঙ্গ সরকারের নানা কৃষ প্রক্লপ ও সুবিধার বিষয়গুলি তুলে ধরা হয়েছে। সাংসদ বলেন, ” আগে জঙ্গলমহলের মায়েদের সারাদিনে একটি কাঠের বোঝা বিক্রি করলে তবেই শিশুর মুখে খাবার তুলে দিতে পারত। কিন্তু এখন বর্তমান সরকারের ২টাকা কেজি চাল সহ একাধিক প্রকল্পের জেরে আজ আর মায়েদের শিশুর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার কথা ভাবতে লাগে না। শিশুর উন্নত ভবিষ্যৎ গড়তে স্বপ্ন দেখতে শিখিয়েছেন ‘জঙ্গলমহলের মা’ -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই মেলা মায়েদের হাতে অতিরিক্ত অর্থ উপার্জন এর ব্যাবস্থা করছে।”
Published on: ডিসে ৮, ২০১৮ @ ২৩:২৭