কে হলেন মিস ওয়ার্ল্ড ২০১৮, জানেন-আদিবাসী শিশুদের পড়িয়েছেন

Main বিদেশ বিনোদন
শেয়ার করুন

Published on: ডিসে ৮, ২০১৮ @ ২৩:৪০

এসপিটি নিউজ ডেস্কঃ মেক্সিকোর ওয়ানেসা পৌন্স ডি লিয়োন এই বছরের সর্বশ্রেষ্ঠ বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন। এই প্রথম কোনও মেক্সিকান তরুনী এই সম্মান পেলেন। চিনের সান্যা শহরে এই প্রতিযোগিতার আসর বসেছিল শনিবার। এই প্রতিযোগিতায় এই বছরের বিজয়ী ওয়ানেসার মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ভারতের মানুষী ছিল্লর।

ওয়ানেসা ২৬ বছরের এক তরুনী। ১৯৯২ সালের ৭ ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একজন সম্পূর্ণভাবে এক মডেল। তিনি অন্যের উপকার সবসময় করতে ভালবাসেন আর তা করেনও। তিনি নেনেমি নামের একটি স্কুলকে সাহায্য করে থাকেন। যেখানে আদিবাসী শিশুদের শিক্ষা দান করা হয়ে থাকে।

ওয়ানেসা ২০১৮ সালের ৫ই মার্চ মিস মেক্সিকো খেতাব জিতেছিলেন। এই প্রতিযোগিতায় তিনি ৩২জন প্রতিযোগীকে পিছনে ফেলে দেন। তিনি ইউনিভার্সিটি অব গুয়ানাজু আটো থেকে ইন্টরন্যাশনাল কমার্স ডিগ্রি প্রাপ্ত করেছেন।

ওয়ানেসা মেয়েদের জন্য খোলা এক রিহ্যাব সেন্টারের বোর্ড অফ ডাইরেক্টর্সও।

Published on: ডিসে ৮, ২০১৮ @ ২৩:৪০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 + = 40