রাজস্থানের লোকশিল্পী প্রকৃত অর্থে সাংস্কৃতিক দূত: হিংলাজ দান রত্নু

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৭, ২০২৩ @ ২০:০২

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ আগস্ট: আজ, রাজস্থানের আন্তর্জাতিক লোক শিল্পী জয়সলমীরের বক্স খান গুনসার  তাঁর পুরো দল নিয়ে কলকাতায় রাজস্থান তথ্য কেন্দ্রের কার্যালয়ে আসেন। সেখানে রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর  হিংলাজ দান রতনু তাদের স্বাগত জানান।

শিল্পীদের শাল দিয়ে স্বাগত জানিয়ে হিংলাজ দন রতনু বলেন- আমাদের সরকার এবং রাজস্থানের সফল মুখ্যমন্ত্রী সম্মানীয় অশোক গেহলট সাহেব সবসময় শিল্পীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাজস্থানের লোকশিল্পী প্রকৃত অর্থে সাংস্কৃতিক দূত।

জয়সলমীরের সম্মানীয় বক্স খান মাঙ্গানিয়ার গুনসার বলেন যে আজ আমরা কলকাতার রাজস্থান তথ্য কেন্দ্রে এসে মিনি রাজস্থান দেখেছি এবং এই তথ্য কেন্দ্রের সহকারী পরিচালক হিংলাজ দান রত্নু রাজস্থান ও বাংলাকে সংযুক্ত করে রাজস্থান সরকারের প্রতিপত্তি বাড়াচ্ছেন, এটি অনুকরণীয়।

সম্মানীয়  বক্স খান মাঙ্গানিয়ার গুনসারের সঙ্গে ইন্ডিয়ান আইডিয়াল ফ্যাম খ্যাত  সম্মানীয় সাত্তার খান লাঙ্গা  এবং অন্যান্য শিল্পীরা দলের সঙ্গে এখানে এসে এই কেন্দ্রের কাজ নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।

Published on: আগ ১৭, ২০২৩ @ ২০:০২


শেয়ার করুন