দিল্লিতে বসে আফগান সাংসদ জানালেন তাঁর উদ্বেগের কথা

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ২৩, ২০২১ @ ২১:৩০

এসপিটি নিউজ:  ভারত সরকারের সাহায্যে নিরাপদে আফগানিস্তানের সাংসদ আনারকলি কৌর। এখন তিনি দিল্লিতে। সেখানে বসেই তিনি আফগানিস্তানের আতঙ্কের কথা জানালেন। সংবাদ সংস্থা এএনআই-কে বললেন তাঁর নিজস্ব মতামত এবং তিক্ত অভিজ্ঞতার কথা। কি বললেন তিনি শুনে নেওয়া যাক তাঁর মুখ থেকেই।

আফগান সাংসদ আনারকলি কৌর বলেন- “২০ বছর আগে, তালিবানরা মনে করত যে শিখ এবং হিন্দুরা মুসলিম না হওয়ায় তাদের কোনো অধিকার নেই। যখন একজন তালিবান প্রথমবারের মতো মিডিয়াকে উদ্দেশ্য করে, তখন তিনি শিখ ও হিন্দুদের কথা উল্লেখ করেননি। ভবিষ্যতে তাদের কোনো অধিকার থাকবে কিনা তা অনিশ্চিত।

“আফগানিস্তানে অনেকের ভ্রমণের কাগজপত্র নেই। গরম আবহাওয়ায় আমাদের মধ্যরাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। বিমানবন্দরের আশেপাশে প্রতিদিন গুলির ঘটনা ঘটে। প্রতিদিন ৩-৪ জন মারা যায়।”

“আমি ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ভারতীয় বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই। আফগানিস্তানের পরিস্থিতি অকল্পনীয়। সরকার নেই। রাষ্ট্রপতি ১০দিন ধরে সেখানে নেই। আমাদের শান্তি প্রক্রিয়ার উচ্চ আশা ছিল, কিন্তু কিছুই হয়নি।”

Published on: আগ ২৩, ২০২১ @ ২১:৩০


শেয়ার করুন