পুলিশ নির্ভরতা কমিয়ে সাংগঠনিক কাজ আপনাদেরই করতে হবে-প. মেদিনীপুরের নেতা-কর্মীদের বললেন শুভেন্দু

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি– বাপন ঘোষ

Published on: ডিসে ৮, ২০১৮ @ ২৩:১৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৮ ডিসেম্বরঃ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েত ভোটে বেশ কিছু এলাকায় দলের খারাপ ফলের জন্য দলনেত্রীর রোষের মুখে পড়তে হয়েছে নেতা-কর্মীদের। এই দুটি জেলার দায়িত্বে থাকার সুবাদে তিনি নিজেও বিরক্ত। শুভেন্দু অধিকারী যেখানে দায়িত্বে থাকেন সেখানে এমন ফল হওয়াটা সমীচিন নয় সেটা তিনি নিজেও বোঝেন। আর তাই শনিবার মেদিনীপুরে ব্রিগেডের জনসভার প্রস্তুতি সভায় দাঁড়িয়ে কর্মীদের পুলিশ নির্ভরতা কমিয়ে সাংগঠনিক কাজে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, গত দু-তিন বছরে দল পশ্চিম মেদিনীপুর জেলায় কিছুটা পুলিশ নির্ভর হয়ে পড়েছিল সেই জায়গা থেকে বেরিয়া আসতে হবে। দলের সাংগঠনিক কাজ নেতা-কর্মীদেরই করতে হবে। নেতা-কর্মীদের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন-” তৃণমূল আপনাকে পঞ্চায়েত সমিতির সদস্য নেতা বানিয়েছে বা মন্ত্রী বানিয়েছে আমাকে তাই দলকে হৃষ্ট পুষ্ট করার দায়িত্ব আমাদেরই।”

এদিনের সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন-“সাংগঠনিক ভাবে এই জেলায় দল শক্তিশালী হলেও পঞ্চায়েত ভোটের নিরীখে যে সমস্ত এলাকায় দল পিছিয়ে পড়েছে সেই সমস্ত এলাকায় জনসংযোগ বাড়ানোর দিকে নজর দিতে হবে।”

সবশেষে তিনি জেলার নেতা-কর্মীদের আশ্বস্ত করে বলেন-“আপনারা আপনাদের মতো করে সাংগঠনিক কাজ করে চলুন। একই সঙ্গে জেনে রাখুন-অঙ্কের নিরীখে যে সমস্ত এলাকায় তৃণমূলের খারাপ ফল হয়েছে সেখানে আমি শুভেন্দু অধিকারী নিজের দায়িত্বে ঠিক করে দেব।”

২০১৯ সালের লোকসভা ভোটে নেত্রী মমতা বন্দ্যোপাধায়ের যে স্লোগান-‘২০১৯ বিজেপি হবে ফিনিশ।তা বাস্তবায়িত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।বলেন শুভেন্দু অধিকারী।

Published on: ডিসে ৮, ২০১৮ @ ২৩:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 + = 81