মন-কী-বাতঃ মোদির মুখে শ্রী অরবিন্দ বন্দনা আর বাংলা কবিতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৯, ২০২০ @ ১৭:২৭

এসপিটি নিউজ:  আজ মন-কী-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনীষী ঋষি অরবিন্দকে স্মরণ করে তাঁর বন্দনা করেন। ভোকাল ফর লোকাল প্রসঙ্গ তুলে তিনি শ্রী অরবিন্দের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর স্বদেশী দ্রব্য ব্যবহারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন সেকথা।

ঊনিশ শতকের কবি মনমোহন বসুর লেখা একটি কবিতার কয়েকটি লাইন প্রধানমন্ত্রী উদ্ধৃত করেন। বাংলাতেই লাইনগুলি প্রথমে পড়েন- ‘ছুঁই সুতো পর্যন্ত আসে তুঙ্গ হতে/ দিয়াশলাই কাঠি, তাও আসে পোতে/প্রদীপটি জ্বলিতে, খেতে, শুতে, যেতে/কিছুতেই লোক নয় স্বাধীন।’এরপর তিনি এর ব্যাখ্যা করে বলেন- “পরাধীনতার সময় সূচ, সুতো,কাঠি সবই আসত বিদেশ থেকে। কোনও কিছুতেই স্বাধীন ছিল না দেশ। এ কথা বলে মোদি বলেন- বিদেশি দ্রব্য বর্জন মানে এই নয় যে বিদেশের যা কিছু ভালো তা বর্জন করা নয়। দেশে যা তৈরি করা সম্ভব তা বেশি করে গুরুত্ব দিতে হবে। শ্রী অরবিন্দ নিজেও স্বদেশী দ্রব্য ব্যবহারের উপর জোর দিয়েছিলেন।স্বদেশী আন্দোলনের সময় তিনি দেশীয় পন্যের উপর দেশবাসীকে নজর দিতে বলেছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন-আগামী ৫ ডিসেম্বর ঋষি অরবিন্দের জন্মদিন। তাঁর মতো এক মহান দেশপ্রেমিক আধ্যাত্মিক মনীষীকে জানা দেশের যুবকদের কাছে অত্যন্ত শিক্ষনীয়। শ্রী অরবন্দকে যত পড়বেন ততই জ্ঞান আহরণ করতে পারবেন। জানতে পারবেন অনেক কিছু।যুবকদের উদ্দেশ করে মোদি বলেন- আপনারা যারা আজ সঙ্কল্প নিয়েছেন তা পূর্ণ করার পথে শ্রী অরবিন্দ হতে পারে প্রেরণা।দেখাতে পারে নয়া রাস্তা।

শ্রী অরবিন্দের শিক্ষাভাবনা নিয়েও বলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন- শ্রী অরবিন্দ জাতীয় শিক্ষা নিয়ে ছিল শ্রী অরবিন্দের স্বচ্ছ ভাবনা-চিন্তা। তাঁর কাছে শিক্ষা মানে শুধু পুঁথিগত জ্ঞান আহরণ, ডিগ্রি অর্জন কিংবা একটি ভালো চাকরি জোগাড় করা নয় – শিক্ষা বলতে তাঁর ভাবনা ছিল মস্তিষ্কে সঠিক জ্ঞান আহরণ করাই হল আসল শিক্ষা। এর ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন- মস্তিষ্কে বৈজ্ঞানিক জ্ঞান আর মনের ভিতর ভারতীয় ভাবনাই হল আসল শিক্ষা।

Published on: নভে ২৯, ২০২০ @ ১৭:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 + = 67