Published on: এপ্রি ৮, ২০১৯ @ ০০:২৮
এসপিটি নিউজ, সিউড়ি, ৮ এপ্রিলঃ অতীতে বহুবার তিনি বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের নজরে এসেছেন। এবারের লোকসভা ভোটেও নকুলদানার নিদান দিয়ে তিনি নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন। রবিবার ফের আরও এক বিতর্কিত মন্তব্য করে শিরোণামে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ঠিক কি বলেছেন একবার দেখে নেওয়া যাক।
রবিবার তৃণমূল সমর্থিত শিক্ষকদের নিয়ে এক সভা করেন অনুব্রত। সেখানে তিনি পরিষ্কার সেসিসব শিক্ষকদের নির্দেশ দেন, ” আপনারা যারা ভোটের কাজে যাবেন যে এলাকায় আপনাদের ডিউটি পড়বে সেখানে আমাদের ব্লক প্রেসিডেন্টকে আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেবেন।”
এখানেই থেমে থাকেননি তৃণমূলের এই নেতা। তিনি শিক্ষকদের অভয় দিয়ে বলেন-আপনাদের যদি কোনও ক্ষতি হয় আপনারা আমাকে ধরবেন।কোনওরকম অসুবিধা হবে না। কিন্তু একটা অনুরোধ করব- যারা দায়িত্বে থাকবেন আমরা কিন্তু ৫০০ পোল ভোটটা করে নেব। একটা সুযোগ দিয়ে দেবেন। মনে রাখবেন- এবারের ভোট দেখার মতো ভোট, এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট।”
Published on: এপ্রি ৮, ২০১৯ @ ০০:২৮