Published on: জুন ২৯, ২০১৮ @ ২২:৫৮
এসপিটি নিউজ, ঘাটাল, ২৯জুনঃ ভারতী ঘোষ মামলার চার্জশিট জমা পড়ল ঘাটাল আদালতে।ছয় সদস্যর সিআইডি টিম আজ এই চার্জশিট পেশ করে আদালতে।চার্জশিটে ভারতী ঘোষ, তার স্বামী এমভি রাজু ও তার দেহ রক্ষী সুজিত মন্ডল সহ তিনজনকেই ফেরার উল্লেখ করা হয়েছে।
নতুন একটি ধারায় মামলার উল্লেখ করা হয়েছে।।চার্জসিটে মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।তার মধ্যে এই তিনজনকে ফেরার উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি
Published on: জুন ২৯, ২০১৮ @ ২২:৫৮