LIVE UPDATE: ফিফা বিশ্বকাপ ২০১৮

খেলা বিদেশ
শেয়ার করুন

 

 সতীর্থদের অভিনন্দনে ভাসলেন বেলজিয়ামের জানুজাজ। ছবি-ফিফা

 Published on: জুন ২৯, ২০১৮ @ ২১:৩৯

এসপিটি স্পোর্টস ডেস্কঃ  শুরু হয়ে বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচে হয়ে গেল একাধিক রেকর্ড। উঠে এল অনেক তথ্য। থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর। সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা পাঠকের কাছে ফুটবলের জ্ঞানপাঠ দিতে চাই না। সেই ধৃষ্টতাও আমাদের নেই। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠল এই কলমের মাধ্যমে জানতে পারবে বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।

ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।

এ পর্যন্ত স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মাথায় পেনাল্টিতে করা রোনাল্ডোর গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে থাকছে।

উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।

প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

একনজরে ইংল্যান্ড – বেলজিয়াম ম্যাচ

ইংল্যান্ড -০   বেলজিয়াম-১

জানুজাজ (৫১মি.)       

ম্যান অফ দ্য ম্যাচ- আদনান জানুজাজ (বেলজিয়াম)

বল দখলে রেখেছে ইংল্যান্ড ৪৭% আর বেলজিয়াম দখলে রেখেছে ৫৩%

ইংল্যান্ড শট নিয়েছে ১১ আর বেলজিয়াম নিয়েছে ১৪।

ইংল্যান্ড গোল লক্ষ্য করে শট নিয়েছে ২ আর বেলজিয়াম ৪।

ইংল্যান্ড কর্নার আদায় করেছে ৭ আর বেলজিয়াম নিয়েছে ২টি।

ইংল্যান্ড ফাউল করেছে ১১ আর বেলজিয়াম করেছে ১৪।

রেকর্ড

এই নিয়ে বেলজিয়াম আটটি বিশ্বকাপের ২৪টি গ্রুপ ম্যাচে জয় পেল।

বেলজিয়াম এবারের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের টানা তিনটি ম্যাচে জয় পেল। এর আগে ২০১০ ও ২০১৪ সালে যথাক্রমে আর্জেন্টিনা ও নেদারল্যান্ড এই ফল করেছিল।

এবারের বিশ্বকাপে বেলজিয়াম, হল তৃতীয় দল যারা টানা তিনটি গ্রুপ ম্যাচে জয়ি হল। বাকি দুটি দল হল উরুগুয়ে ও ক্রোয়েশিয়া।

ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম গ্রুপের শেষ ম্যাচ হারে ১৯৮৬ সালে পর্তুগালের বিরুদ্ধে।ফল ছিল ১-০।

ইংল্যান্ড এই ম্যাচে ১১টি শট নিয়ে একটিও গোল করতে পারেনি। পানামার বিরুদ্ধে তারা ১১টি শট নিয়ে মোট ছ’টি গোল করেছিল।

দেশের হয়ে ন’টি ম্যাচ খেলার পর এই প্রথম গোল পেলেন আদনান জানুজাজ।

একনজরে পানামা – তিউনিশিয়া ম্যাচ

পানামা -১   তিউনিশিয়া-২

মেরিয়া (৩৩মি. আত্মঘাতী)     এফ বেন ইউসিফ (৫১মি.), খাজরি(৬৬মি.) 

ম্যান অফ দ্য ম্যাচ- ফকরুদ্দিন বেন ইউসিফ (তিউনিশিয়া)

বল দখলে রেখেছে পানামা ৩১% আর তিউনিশিয়া দখলে রেখেছে ৬৯%।

পানামা শট নিয়েছে ৯ আর তিউনিশিয়া নিয়েছে ১৪।

পানামা গোল লক্ষ্য করে শট নিয়েছে ৪ আর তিউনিশিয়া ৬।

পানামা কর্নার আদায় করেছে ০ আর তিউনিশিয়া নিয়েছে ৬টি।

পানামা ফাউল করেছে ১৮ আর তিউনিশিয়া করেছে ১৯।

একনজরে সেনেগাল – কলোম্বিয়া ম্যাচ

সেনেগাল -০   কলোম্বিয়া-১

মিনা (৭৪মি.) 

ম্যান অফ দ্য ম্যাচ- জেরি মিনা (কলোম্বিয়া)

বল দখলে রেখেছে সেনেগাল ৪৩% আর কলোম্বিয়া দখলে রেখেছে ৫৭%।

সেনেগাল শট নিয়েছে ১০ আর কলোম্বিয়া নিয়েছে ১১।

সেনেগাল গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর কলোম্বিয়া ২।

সেনেগাল কর্নার আদায় করেছে ৫ আর কলোম্বিয়া নিয়েছে ৭টি।

সেনেগাল ফাউল করেছে ১১ আর কলোম্বিয়া করেছে ৮।

একনজরে জাপান – পোল্যান্ড ম্যাচ

জাপান -০   পোল্যান্ড-১

বিদনারিক (৫৯মি.) 

ম্যান অফ দ্য ম্যাচ- জ্যান বিদনারিক(পোল্যান্ড)

বল দখলে রেখেছে জাপান ৫৪% আর পোল্যান্ড দখলে রেখেছে ৪৬%।

জাপান শট নিয়েছে ১০ আর পোল্যান্ড নিয়েছে ১১।

জাপান গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর পোল্যান্ড ২।

জাপান কর্নার আদায় করেছে ৫ আর পোল্যান্ড নিয়েছে ৭টি।

জাপান ফাউল করেছে ১১ আর পোল্যান্ড করেছে ৮।

Published on: জুন ২৯, ২০১৮ @ ২১:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 5