
সংবাদদাতা– বাপ্পা মন্ডল
Published on: মার্চ ১৩, ২০১৯ @ ১৩:০৫
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৩ মার্চঃ দুটি লরির ধাক্কায় মৃত্যু হল দুই মহিলা সহ পাঁচজনের। শালবনী থানার চাঙ্গুয়ালে এক বপরোয়া লরির তিন সাইকেল আরোহীকে ধাক্কা মারলে মৃত্যু হয়ে তাদের। আবার খড়্গপুর লোকাল থানার রূপনারায়নপুরের কাছে ৬০ ন্মবর জাতীয় সড়কের ওপর একটি লরি মারুতি ভ্যাঙ্কে ধাক্কা মাজলে সেখানে মৃত্যু হয় মারুতি ভ্যানের দুই মহিলা যাত্রীর।
প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। মৃতার হলেন-সুজিত রানা, অজিত রানা ও জয়ন্ত রায়।জানা গেছে, লরিটি সাইকেল আরোহীদের ধাক্কা মেরে কিছুদূর গিয়ে পাল্টি খায়। ঘটনার পর থেকে লরিটির চালক ও খালাসি পলাতক।ঘটনাস্থলে দাঁড়িয়ে বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে।শালবনী থানার পুলিশ অবশ্য অবস্থা সামাল দিয়ে মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠায়।
তবে খড়্গপুরের দুর্ঘটনায় মৃত দুই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে, মারুতিটি হাওড়া থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় ৫জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দু’জনকে মেদিনীপুর মেডফিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। উত্তেজনা সামলে দেহগুলি ময়না তদন্তের জন্য শালবনী থানার পুলিশ পাঠিয়েছে মেদিনীপুর মেডিকেলে।
Published on: মার্চ ১৩, ২০১৯ @ ১৩:০৫