
Published on: মার্চ ৩, ২০২২ @ ২১:১৪
এসপিটি নিউজ ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে চলে গিয়েছেন রোমানিয়া। আর সেখানে রাজধানী বুখারেস্টে থেকে নিজেই ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর কাজ তদারকি করছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শিক্ষার্থীরাও তাঁর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় সিন্ধিয়া লিখেছেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ অনুযায়ী আজ আমরা ৩৭২৬জন ভারতীয়কে দেশে ফিরে পাব। জয় হিন্দ।
জানিয়ে রাখা দরকার যে ভারত সরকার সম্পূর্ণ বিনামূল্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা নামে এক জরুরী উড়ান পরিষেবা চালু করেছে। যার মাধ্যমে নির্দিষ্ট নিয়ম পালন করে আটকে পড়া ভারতীয় ছাত্ররা এই পরিষেবার মাধ্যমে দেশে ফিরে আসতে শুরু করেছে।
আজ সারাদিনে অপারেশন গঙ্গা পরিষেবায় মোট ১৯টি উড়ান চলাচলের কথা বলা হয়েছে। যার মধ্যে বুখারেস্ট থেকে ছাড়ছে ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো’র মোট আটটি উড়ান। কোসিস থেকে ছাড়ছে স্পাইস জেটের একটি উড়ান।সুসেভা থেকে ছাড়ছে ইন্ডিগোর দু’টি উড়ান। জিসো থেকে ছাড়ছে ইন্ডিগোর তিনটি উড়ান। বুদাপেস্ট থেকে ছাড়ার কথা ভারতীয় বায়ুসেনা, ইন্ডিগো, গোএয়ার এবং এয়ার ইন্ডিয়ার মোট পাঁচটি উড়ান।
এমনই একটি বিমানে দেশে ফেরা এক ছাত্রী শিবি শর্মা ট্যুইট করে লিখেছেন-“জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জিকে অনেক ধন্যবাদ। স্যার প্রত্যেক ছাত্রকে দেশে ফিরে আসতে সাহায্য করছেন এবং রোমানিয়া বিমানবন্দরে প্রত্যেক ছাত্রের সাথে ব্যক্তিগতভাবে দেখা করছেন। ভারত সরকার ও ভারতীয় দূতাবাসকে জানাই বিনম্র সালাম। জয় মহাকাল।”
আরও এক ছাত্র আবিরলাল শর্মা লিখেছেন- ” অনেকে অনেক কথা বলে। কিন্তু আমরা এখানে যে প্রমাণ পেয়েছি তার জন্য একথাগুলি না বলে পারছি না। আমাদের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজিকে ধন্যবাদ জানাই। তিনি গতকাল এখানে এসে বলেছিলেন যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরত পাঠাবেন। তার ব্যবস্থা করবেন। আজ আমরা সেই সুযোগ হাতেনাতে পেয়েছি। এজন্য তাঁকে জানাই আমাদের অভিনন্দন। একই সঙ্গে আমরা ভারতীয় দূতাবাসকে জানাই আমাদের অভিনন্দন। আমরা অভিনন্দন জানাই শহরের মেয়রকেও।”
এমন আরও অনেকেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীরা লিখেছেন যে আজ সকালে মন্ত্রী নিজে আমাদের কাছে পৌঁছন। যেখানে ২৭ ফেব্রুয়ারি থেকে ৬২ জন ভারতীয় নাগরিক বুখারেস্টের একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তিনি আমাদের সাহায্য করছেন দেশে ফেরত পাঠাতে।
আবার কেউ লিখেছেন যে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রচেষ্টায় আমাদের সফলভাবে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের বিমানের টিকিট দেওয়া হয়েছিল, আমরা আপনার প্রচেষ্টার প্রশংসা করি।
Published on: মার্চ ৩, ২০২২ @ ২১:১৪