
এস্রপিটি নিউজ, হাওড়াঃ রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে সারা রাজ্যের সঙ্গে উলুবেড়িয়াতেও পালিত হল দিনটি। এদিন সকালে উলুবেড়িযার আশা ভবন সেন্টারের প্রতিবন্ধী শিশুরা সাধারণ মানুষকে তাদের পাশে থাকার বার্তা নিয়ে এক র্যালিতে অংশ নেয়। এদিন র্যালির উদ্বোধন করেন বিধায়ক পুলক রায়। এদিন র্যালিটি সংস্থা ভবন থেকে বেরিয়ে উলুবেড়িয়া ২ নং ব্লক অফিস পর্যন্ত যায়। র্যালিতে বিধায়ক ছাড়াও প্রশাসনের পদস্থ কর্তারা অংশ নেয়।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িযা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক চন্দ্র রায়, উলুবেড়িয়া ২ নং স্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশীথ মাহাতো, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি করবী ধূল.আশা ভবন সেন্টারের কর্ণধার জন মেরী বারুই। এদিন বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি ক্রীড়া অনুষ্ঠানের আযোজন করা হয়।