সব বুথকেই বিজেপি স্পর্শকাতর ঘোষণার দাবি জানাতেই কমিশন নিল ব্যবস্থা- মমতা বললেন বাংলাকে অপমান করা হচ্ছে

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ১৩, ২০১৯ @ ২৩:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ মার্চঃ সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। শুরু হয়ে গেছে প্রচারও। এখনও বাকি দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। তবে নির্বাচন নিয়ে এবার যে সব কটি দলই ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে সেটা কিন্তু এদিন আরও একবার বোঝা গেল। যখন দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে পশ্চিমবঙ্গের সব কটি বুথকেই স্প্ররশকাতর ঘোষণার দাবি জানিয়ে আসেন বিজেপি নেতা রবিকান্ত প্রসাদ। সঙ্গে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গী সহ অনেকেই।যা শুনে এদিন কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন- বাংলা সবচেয়ে শান্তিপ্রিয় রাজ্য। আর সেই রাজ্যের বিরুদ্ধে এমন অভিযোগ আসলে বাংলাকেই এরা অপমান করছে।

অভিযোগ জমা পড়ার ২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ নির্বাচন কমিশনের

১) শনিবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। ইতিমধ্যে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা এবং সব জেলার পুলিশ সুপারদের কাছে ফের আর এক দফা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। রাজ্যের সমস্ত বুথগুলির অবস্থা কেমন তা নিয়েই এই ব্যবস্থা গ্রহণ কমিশনের। কলকাতায় পৌঁছে ডেপুটি কমিশনার দেখা করবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে।

২) তার আগে বিজেপি অভিযোগ জানিয়ে বলেছে-রাজ্যের সব বুথই স্প্ররশকাতর। এটা কমিশনকে ঘষণা করে সব বুথেই আধা সামারিক বাহিনী মোতায়েন করতে হবে। তারা আরও দাবি করেছে সংশ্লিষ্ট এলাকায় বুথগুলির সম্পর্কে রিপোর্ট রাজ্যের আধিকারিকদের কাছ থেকে না নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের থেকে যেন নেওয়া হয়। তাহলে তাতে কোনও খাদ থাকবে না।

৩) এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় এক রাশ ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন-” এত ভয় কিসের? বাংলার সব বুথ স্পর্শকাতর। এ তো বাংলাকে অপমান করা হচ্ছে। মোদি-শাহের বিরুদ্ধে লড়াই করছি তাই আমাদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হচ্ছে। ওরা অপমান করছে আমাদের ভাই-বোন্দের। একটা ঘটনা ঘতেছে? ৪০ লক্ষের বেশি মানুষ এসেছিলেন গঙ্গাসাগর মেলায়। কোটি কোটি মানুষ দুর্গা পুজোয় অংশ নেন। একটাও ঘটনা ঘটেনি। মমতা পালটা প্রশ্ন তোলেন-বাংলায় নির্বাচিত সরকার চলছে না রাষ্ট্রপতি শাসন চলছে? জাতীয় সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করছে। এখানেও তাই করতে চাইছে। আপনারা প্রতিবাদ করুন। আমার তো মনে হয়, কলকাতা প্রেস ক্লাবের তরফে বিবৃতি জারি করা দরকার।

Published on: মার্চ ১৩, ২০১৯ @ ২৩:৩৫

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 3