বিশ্বে প্রথম কোন দেশ ২০১৮ সালকে স্বাগত জানালেন জানেন

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ২২:৫৪

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় সময় অনুযায়ী পৃথিবীর বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যেই ২০১৮ সালকে স্বাগত জানিয়ে ফেলেছে। সেইসব দেশগুলিতে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে গেছে। পড়ে গেছে ২০১৮ সাল। সেখানে রীতিমতো ঘটা করে পালিত হয়েছে ইংরাজি নববর্ষ। তাহলে দেখেই নেওয়া যাক দেশগুলি কি কি? ভারতীয় সময় অনুযায়ী সেখানে কখন পালিত হয়েছে নিউ ইয়ার-২০১৮।

সর্বপ্রথম স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। সেখানকার অকল্যান্ড-এ ভারতীয় সময় বেলা ১১টা নাগাদ ২০১৮ সাল শুরু হয়েছে। যদিও নিজিল্যান্ডেরই আর একটি ছোট্ট দ্বীপ সামোয়াতে সর্বপ্রথম ২০১৮ সালকে স্বাগত জানিয়েছেন সেখানকার মানুষ। যে দ্বীপে মাত্র ২ লক্ষ লোকেরও কম মানুষের বাস।

এরপর দুপুর ১টা নাগাদ অস্ট্রেলিয়ার সিডনিতে পালিত হয়েছে হ্যাপি নিউ ইয়ার-২০১৮। তারপর দুপুর ৩টে নাগাদ জাপানের টোকিও, বিকেল ৪টে নাগাদ চিনের বেজিং ও হংকং-এ, রাত ৮টা নাগাদ দুবাই, রাত ১১টা নাগাদ প্যারিস, রোম ও ব্রাসেলস, মাঝরাতে লন্ডন, নিউ ইয়র্কে ভোর ৫টা নাগাদ ও লসঅ্যঞ্জলস-এ সকাল ৮টায় ২০১৮ সালকে স্বাগত জানানো হচ্ছে।

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ২২:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 2