বাস আগুনে জ্বলছে, তবু ৫০জন যাত্রীর প্রাণ রক্ষা করলেন চালক

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২৬, ২০১৮ @ ০৯:০৫

এসপিটি নিউজ, মেদিনীপুর,২৬মেঃ কয়েক মাস আগে এক সরকারি বাস চালকের জন্য প্রাণ গেছিল বহু যাত্রীর। আর আজ সকালে সেই সরকারি বাস চালকের তৎপরতায় ৫০জন যাত্রীর প্রাণ রক্ষা পেল। বাসটি কিন্তু পুড়ে ছাই হয়ে গেল। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে কুবাই ব্রিজের কাছে।

কি হয়েছিল ঘটনাটি? জানা গেছে, শনিবার সকালে মেদিনীপুর থেকে বহরমপুর গামী একটি সরকারীবাস যখন চন্দ্রকোনা রোডের কাছে কুবাই ব্রিজে ঢুকছে তখন বিপদ শুরু হয়। বাসের যাত্রীরা পোড়া গন্ধ পেয়ে চেঁচামেচি শুরু করেন। চালক বুঝতে পারেন বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণেই এই বিপত্তি হতে পারে।

চালক আর দেরী করেননি। কুবাই ব্রিজে ঢোকার আগেই তিনি সেখানেই বাসটিকে দাঁড় করিয়ে দেন। যাত্রীদের বলেন নেমে যেতে। যাত্রীরা নেমে যেতেই দেখা যায় বাসের পিছন দিক থেকে তীব্র বেগে আগুন ছড়িয়ে পড়ছে সারা বাসে। চোখের সামনে তারা বাসটিকে পুড়ে যেতে দেখলেন।

তবে প্রাণে বেঁচে যাওয়ার জন্য সকল যাত্রী কিন্তু ওই সরকারি বাসের চালকের প্রশংসা করছেন। তাঁরা সকলেই একটা কথা বলছেন, যেভাবে তৎপরতা দেখিয়ে তিন যাত্রীদের প্রাণ রক্ষা করলেন, তা অকল্পনীয়। তাঁর এই তৎপরতা না থাকলে এতক্ষনে এখানে অ্যাম্বুলেন্সের লাইন আর মানুষের চোখের জলে ভেসে যেত এই এলাকা।

এই ঘটনার প্রায় প্রায় এক থেকে দেড় ঘণ্টা বাদে দমকলের ইঞ্জিন আসে। কিন্তু ততক্ষনে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।এজন্য এদিন সকালে দীর্ঘসময় ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

Published on: মে ২৬, ২০১৮ @ ০৯:০৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 + = 29