ফিফা বিশ্বকাপ ২০১৮- ‘স্যামারা এরিনা’ স্টেডিয়ামটি দেখতে মহাকাশযানের মতো, এখানে কোন দলের কবে ম্যাচ জেনে নিন

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: মে ২৬, ২০১৮ @ ১৭:৪৯

এসপিটি স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ২১দিন বাকি ফিফা বিশ্বকাপ ২০১৮ শুরু হতে। কিন্তু প্রস্তুতিতে এতটুকু ফাঁক নেই। যা স্টেডিয়ামগুলিতে খেলা হবে সেগুলি বিশ্বের সেরা দলগুলিকে স্বাগত জানাতে তৈরি।আজ তেমনই একটি স্টেডিয়ামের কথা আপনাদের জানাতে চলেছি। নাম স্যামারা এরিনা।এবারের ২০১৮ বিশ্বকাপের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। যার মধ্যে গ্রুপ লিগের ম্যাচ, রাউন্ড ১৬-র ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল খেলে হবে এই মনোরম স্টেডিয়ামে। ১৭জুন কোস্টারিকা-সার্বিয়া ম্যাচ দিয়ে কিক-অফ হবে। এখানেই রাশিয়া তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচ উরুগুয়ের সঙ্গে খেলবে ২৫ জুন।

স্টেডিয়ামে আসন সংখ্যা যা তাতে ৪৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। স্টেডিয়ামটি রেডিওটসেন্টার জেলার উপরের দিকে অবস্থিত।

স্টেডিয়ামটিকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে এ যেন এক মহাকাশযান। মহাশূন্যে ঝুলে আছে।স্টেডিয়ামের স্বচ্ছ গম্বুজগুলি দেখলে মনে হবে এ যেন সত্যি এক মহাকাশযানকে ধরে আছে।

ইতিমধ্যে স্যামারা এরিনায় খেলার সূচনা হয়ে গেছে। বলা যেতে পারে রাশিয়ান ফুটবল ম্যাচ দিয়ে নব নির্মিত এই স্টেডিয়ামে খেলা হয়েছে। প্রথম ম্যাচে স্থানীয় ক্লাব ক্রিলিয়া সোভেটভ ২-১ গোলে পরাজিত করে ফ্যাকাল ভোরোনেজকে। এটি ছিল এখানকার দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ। এরপর আরও দুটি ম্যাচ হয়েছে।

কবে কখন কোন ম্যাচ স্যামারা এরিনায়

১৭জুন বিকেল ৪টে-কোস্টারিকা বনাম সার্বিয়া

২১জুন বিকেল ৪টে-ডেনমর্ক বনাম অস্ট্রেলিয়া

২৫জুন সন্ধে ৬টা-উরুগুয়ে ব্নাম রাশিয়া

২৮জুন সন্ধে ৬টা-সেনেগাল বনাম কলম্বিয়া

Published on: মে ২৬, ২০১৮ @ ১৭:৪৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 + = 28