বাগবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন, ছড়ালো মায়ের বাড়িতেও

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৩, ২০২১ @ ২১:৩১

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ জানুয়ারি: আচমকা বিধ্বংসী আগুনে ভস্মীভূত উত্তর কলকাতার বাগবাজার এলাকার বস্তি এলাকা। সেই আগুন ছড়ালো মায়ের বাড়িতেও।দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।দমকলের ইঞ্জিন দেরীতে আসায় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। নামানো হয়েছে র‍্যাফ।’

জানা গেছে, গ্যাসের সিলিন্ডার থেকেই এই আগুন ছড়িয়েছে। বাগবাজারের পাইকপাড়া রুটে উইমেন্স কলজের বিপরীত দিকেই গ্যাসের সিলিন্ডার ফেটে এই আগুন ছড়ায়। ঘটনার পরেই গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

সূত্রের খবর, বাগবাজারে মায়ের বাড়ির একাংশেও এই আগুন ছড়িয়েছে।

পিটিআই সূত্র জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় উত্তেজিত জনতা গাড়ি ভাংচুর করেছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে র‍্যাফ।

সূত্রের খবর, বিধ্বংসী আগুনে বাগবাজারের হাজারি বস্তিতে ৪০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। পাশাপাশি বাগবাজারের সারদা মায়ের বাড়ির একংশেও আগুন ছড়িয়েছে। যদিও সন্ন্যাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Published on: জানু ১৩, ২০২১ @ ২১:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4