
Published on: ডিসে ৯, ২০২০ @ ১৯:১৬
এসপিটি নিউজ, কলকাতা, ৯ ডিসেম্বর: বছর শেষ হলেই রাজ্যে শুরু হয়ে যাবে বিধানসভা ভোটের লড়াই। কিন্তু তার আগেই দুই প্রধান দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি বাকযুদ্ধে নেমে পড়েছে। কখনও তৃণমূল দুষছে বিজেপিকে আবার কখনও বিজেপি দুষছে তৃণমূল কংগ্রেসকে। যা নিয়ে রীতিমতো সরগরম এখন রাজ্য-রাজনীতি। আজ যেমন কলকাতায় এক দলীয় সভার মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা দাবি করলেন যেভাবে রাজ্যে বিজেপির উত্থান হচ্ছে তাতে ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতা আসবে বিজেপি।
বিজেপি সভাপতি যে পি নাড্ডা এক পরিসংখ্যান তুলে ধরেন। বলেন-“বাংলায় নয় বছর আগে বিজেপির ভোটের শতক্রা হার ছিল মাত্র চার শতাংশ। ২০১৪ সালে বিজেপি মাত্র দু’টি আসন পেয়েছিল। ভোট বেড়ে হয়েছিল ১৮ শতাংশ। এরপর ২০১৯ সালে আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮। আর ভোট প্রাপ্তি বেড়ে হয় ৪০ শতাংশ। এবার ২০২১ সালে বিধানসভা ভোটে ২০০-র বেশি আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।
बंगाल में भाजपा ने एक लंबी लड़ाई लड़ी है।
9 साल पहले बंगाल में हमारा वोट % 4 था।
2014 में हमारी सीटें 2 हुई और 18% वोट मिले।
2019 में हमारी सीटें पहुंची 18 पर और 40% वोट मिले।
2021 के चुनाव में भाजपा 200 सीट जीतकर बंगाल में सरकार बनाएगी।
– श्री @JPNadda #BengalWelcomesNadda pic.twitter.com/BbM5vRAfZg
— BJP (@BJP4India) December 9, 2020
এরপর যে পি নাড্ডা বিজেপি-র সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন্রাজ্যের ভোটের ফলাফলে বিজেপির সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বলেন-“মধ্যপ্রদেশ, মণিপুর, তেলঙ্গানা, হায়দরাবাদের পুরসভা নির্বাচন, রাজস্থানে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনের ফল দেখুন। এসব জায়গাতে বিজেপি খুব ভালো ফল করেছে। বিহারের ফলাফল নিয়ে কত কিছুই না বলা হয়েছিল, বিজেপি পারবে না। অথচ দেখুন, আমরা সেই বিহারে ৭৪ আসন জিতেছি। সব জায়গায় জিতেছে বিজেপি। এসব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। দেশের উন্নয়নে তাঁর সক্রিয় উদ্যোগই আজ বিজেপিকে এই সাফল্য এনে দিয়েছে।”
এখানে তৃণমূল কংগ্রেসের কাজকর্মে মানুষ বিরক্ত। পুলিশ-প্রশাসনকে এখানকার সরকার দলের কাজে ব্যবহার করছে।ক্ষমতার অপপ্রয়োগ করছে মমতা সরকার। প্রশাসনকে একতা কথাই বলতে চাই- মনে রাখবেন, এই সরকার চিরকাল থাকবে না। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন সঠিক ভাবে। এ রাজ্যে এ পর্যন্ত ১২০জন বিজেপি কার্যকর্তার মৃত্যু হয়েছে।উত্তর দিনাজপুরে বিজেপির বিধায়ককে মেরে ঝুলিয়ে দিয়ে তাকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়া হল। টিটাগড়ে থানার কাছে প্রকাশ্যে আমাদের কার্যকর্তা মনীশ শুক্লাকে গুলি করে হত্যা করা হল। রাজ্যের কার্যকর্তাদের বলছি- আপনারা ধৈর্য্য ধরুন। এত মানুষের বলিদান ব্যর্থ হবে না। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জনতাই উৎখাত করবে। বিজেপি বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে।
Published on: ডিসে ৯, ২০২০ @ ১৯:১৬