
Published on: মে ২৪, ২০১৮ @ ১৫:১০
এসপিটি নিউজ ডেস্কঃ কয়েকদিন আগে ট্যুইটারে এক ভিডিও আপলোড করে ফিটনেস নিয়ে কথ বলতে গিয়ে দেশের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বিরাট কোহলি, ঋত্বিক রোশন, সাইনা নেহওয়াল্কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ক্রীড়ামন্ত্রীর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরাট কোহলি। এবার তিনি ট্যুইটারে এক ভিডিও আপলোড করে পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিজের স্ত্রী অনুষ্কা শর্মা ও এম এস ধোনিকেও।
কয়েকদিন আগে ট্যুইটারে ক্রীড়ামন্ত্রী রাঠোর একটি ভিডিও ট্যুইট করে। যেখানে তিনি ফিটনেস নিয়ে এক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। সেখানে তিনি ফিটনেস সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ফিটনেস বিষয়ে অনুপ্রেরণা পেয়েছেন।এরপরই তিনি সেই ভিডিওতে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন বিরাট কোহলি, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, ঋত্বিক রোশনকে চ্যালেঞ্জ ছোঁড়েন।
ক্রীড়ামন্ত্রীর সেই চ্যালেঞ্জ সর্বপ্রথম গ্রহণ করেছেন বিরাট কোহলি। তিনি এক ভিডিও পাল্টা ট্যুইট করেন। যেখানে তাঁকে এক জিমে এক্সারসাইজ করেতে দেখা গেছে। সেখানে তিনি ২০ বার টানা বিশেষ এক্সারসাইজ করেছেন, সেটা তিনি ওই ভিডিওতে আপলোড করেছেন।এরপর কোহলি সেখানে দাঁড়িয়ে বলছেন, “আমি এবার আমার স্ত্রী অনুষ্কা শর্মা, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মহেন্দ্র সিং ধোনি ভাইকে এ বিষয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি।”
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার একটি ট্যুইট করেন। যেখানে তিনি বলেন, বিরাট কোহলি আপনার চ্যালেঞ্জ আমি স্বীকার করলাম। আমি মার ফিটনেস বিষয়ে চ্যালেঞ্জ খুব শীঘ্রই শেয়ার করব।তবে এখনও অনুষ্কা আর ধোনির কাছ থেকে এর জবাব এখনও পাওয়া যায়নি।
Published on: মে ২৪, ২০১৮ @ ১৫:১০